ম্যাকবুককে এইচপির নতুন ল্যাপটপের চ্যালেঞ্জ

ম্যাকবুক যখন উন্মুক্ত হয়, তখন বলা হচ্ছিল এটি হতে যাচ্ছে ল্যাপটপের ভবিষ্যৎ। সেই ধারণাকে পরিবর্তন না করে এইচপি অনেকটা ম্যাকবুকের আদলেই তৈরি করল তাদের নতুন ল্যাপটপ। প্রথমবারের মতো বিজনেস ল্যাপটপ নিয়ে এলো এইচপি, যেটি ১২ ইঞ্চি ম্যাকবুকের মতোই হালকা গড়নের।
লাস ভেগাসে চলমান প্রযুক্তি উৎসব কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০১৬-তে এইচপি উন্মুক্ত করেছে তাদের নতুন ল্যাপটপ এলিটবুক ফলিও জি১। যেটি এখন পর্যন্ত এইচপির তৈরি সবচেয়ে পাতলা নোটবুক।
যদিও প্রতিদ্বন্দ্বী হিসেবে এইচপি একবারও ম্যাকবুকের কথা উচ্চারণ করেনি, কিন্তু ৩০ সেকেন্ড চালালেই বোঝা যায় ম্যাকবুককে চ্যালেঞ্জ জানানোর সব উপাদান নিয়েই তৈরি করা হয়েছে এই পেশাদার ল্যাপটপ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট-এর একটি প্রতিবেদন থেকে জানা গেছে এই ল্যাপটপের ব্যাপারে বিস্তারিত।
এইচপি দাবি করছে, এলিটবুক ফলিওই বর্তমানে পৃথিবীর সবচেয়ে পাতলা এবং ওজনে হালকা বিজনেস-ক্লাস নোটবুক, যদিও ম্যাকবুক এখনো দুদিক থেকেই তার শিরোপা অক্ষুণ্ণ রেখেছে।
তবে এলিটবুক ফলিওতে আছে ভিন্ন দুটি সংযোজন। নতুন এই নোটবুকে আছে ইউএসবি পোর্ট সি এবং ল্যাপটপটিকে একই সঙ্গে চার্জে দিয়ে আবার সেটি পেরিফেরাল ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে।
ম্যাকবুকের মতো এলিটবুক ফলিও জি১-এর বডিও তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। ফলিও জি১ মডেলে আছে অপশনাল ফোরকে-রেজ্যুলেশন ডিসপ্লে, যেটি ১২ ইঞ্চি ম্যাকবুকের ২৩০৪x১৪৪০ পিক্সেলের থেকেও বেশি।
এ ছাড়া এর কব্জা দিয়ে ল্যাপটপ ১৮০ ডিগ্রি পর্যন্ত খোলা যায়, অর্থাৎ এর মাধ্যমে ল্যাপটপের স্ক্রিন কিবোর্ডের পুরোপুরি সমতলে এনে কাজ করা যাবে।
এ ছাড়া এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেলের কোর এম প্রসেসর, যেটি হতে পারে অসাধারণ এই ল্যাপটপের একমাত্র দুর্বলতা। কারণ কোর এম প্রসেসরের ফার্স্ট জেনারেশনে ব্যাটারি লাইফ এবং পারফর্মেন্স নিয়ে বেশ কিছু দুর্বলতার কথা শোনা গিয়েছিল।
এইচপি দাবি করছে, ল্যাপটপটি একটি বিজনেস কম্পিউটার। এইচপির এলিটবুক ফলিও জি১ আগামী মার্চ মাসে বাজারে আসবে। এর দাম ধরা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার।