পাওয়ার পয়েন্টে নতুন দুই ফিচার

মাইক্রোসফট তাদের অফিস অ্যাপ্লিকেশন পাওয়ারপয়েন্টের জন্য নতুন কিছু ফিচার আনতে যাচ্ছে। ডিজাইনার ও মর্ফ নামের এই দুটি ফিচার পাওয়ারপয়েন্ট উপস্থাপনাকে আরো বেশি নান্দনিক এবং আকর্ষণীয় করে তুলবে। মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ডিজাইনার ফিচারটি মূলত পাওয়ারপয়েন্টে ব্যবহৃত বিভিন্ন ছবিকে আরো বেশি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে সাহায্য করবে। কোনো ব্যবহারকারী যদি তার পাওয়ারপয়েন্টে ফাইলের কোনো স্লাইডে ছবি যুক্ত করে তবে ডিজাইনার সেই ছবি বিবেচনা করে বিভিন্ন রকম সুদৃশ্য লেআউট সুপারিশ করবে।
মাইক্রোসফট সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে প্রায় ১২ হাজার লেআউট সাজেশন তৈরি করেছে। ডিজাইনার ফিচারটি শুধু আকর্ষণীয় উপস্থাপনা নয় বরং যান্ত্রিক উপায়ে আপনার ছবি সম্পর্ক ধারণা নিয়ে ও গুরুত্ব বিবেচনা করে লেআউট নির্বাচন করবে।
যেমন, আপনি যদি কোনো গ্রাফের ছবি যুক্ত করেন সে ক্ষেত্রে ডিজাইনার এমন কোনো লেআউট আপনার জন্য নির্বাচন করবে না যেখানে গ্রাফের তথ্যগুলো রং কিংবা নকশায় ঢেকে যায়।
ডিজাইনার আসলে কারিগরি দিক থেকে পাওয়ারপয়েন্টে খুব বেশি কিছু যুক্ত করছে না। বরং বিভিন্ন জটিল ও সময়সাপেক্ষ ফাংশনকে সাধারণ ব্যবহারকারীদের জন্য ব্যবহার উপযোগী বানিয়ে দিচ্ছে। মাইক্রোসফটের পাওয়ারপয়েন্ট বিভাগের এক কর্মকর্তা ক্রিস মেলোনি জানান তাদের প্রধান লক্ষ্য ছিল ‘ক্লিক সাশ্রয়’ করা।
তিনি জানান, ‘প্রায় ১৫০ ক্লিকের কাজ এখন আর আপনাকে করতে হচ্ছে না!’
তাঁর ভাষ্য অনুযায়ী কেউ যদি ডিজাইনার ছাড়া এই সাজেশনের লেআউটগুলো তৈরি করতে চায় তবে তাকে ক্লিকিং, ড্র্যাগিং, রিসাইজিংসহ বিভিন্ন অপারেশনের মধ্য দিয়ে যেতে হবে। তিনি আরো যোগ করেন, ‘আপনি এমন সব ডিজাইন আইডিয়া পাবেন যা হয়তো আপনি কখনো চিন্তাই করতেন না।’
ডিজাইনের সঙ্গে যুক্ত হতে যাওয়া আরেকটি ফিচার হলো ‘মর্ফ’। মর্ফের মাধ্যমে পাওয়ারপয়েন্টে সহজে যুক্ত করা যাবে অ্যানিমেশন। মর্ফের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ছবির আকার ও লেআউট সমন্বয় করতে পারবেন। পাওয়ারপয়েন্ট পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন স্লাইডকে যুক্ত করবে অ্যানিমেশনের মাধ্যমে।
পাওয়ার পয়েন্টের অ্যনিমেশন ব্যবহার আরো বেশি ব্যবহারসুলভ করা একটি বড় দাবি ছিল ব্যবহারকারীদের পক্ষ থেকে। মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট বিভাগের প্রধান শন ভিলারন নিশ্চিত করেছেন এই তথ্য।
ভিলারন জানিয়েছেন, এ ধরনের হালনাগাদের সূচনা হলো ডিজাইনার ও মর্ফের মাধ্যমে। মাইক্রোসফট তাদের সর্বশেষ অফিস অ্যাপ্লিকেশন অফিস ২০১৬ এর প্রথম বড় হালনাগাদ উন্মুক্ত করে গত সেপ্টেম্বরে। সে হালনাগাদে অবশ্য ওয়ার্ড, এক্সেল এবং আউটলুকে সীমাবদ্ধ ছিল।
নিয়মিত হালনাগাদের মাধ্যমে বিভিন্ন নতুন ফিচার যুক্ত ও বাগ দূর করাই এখন প্রতিষ্ঠানটির লক্ষ্য।