Beta

ন্যাশনাল ডোমেইন অ্যান্ড ওয়েব হোস্টিং সামিট ২৭ এপ্রিল

২২ এপ্রিল ২০১৯, ২২:৩৫

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (বিডিএইচপিএ) উদ্যোগে আগামী ২৭ এপ্রিল শনিবার প্রথম ন্যাশনাল ডোমেইন অ্যান্ড ওয়েব হোস্টিং সামিট অনুষ্ঠিত হবে। সেদিন ঢাকার কারওয়ান বাজারে ইউটিসি ভবনের (বসুন্ধরা সিটি শপিং মলের পাশে) পদ্মা-মেঘনা-যমুনা হলে দিনব্যাপী ওই সামিত হবে।

দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং দেশের স্বনামধন্য ও শীর্ষস্থানীয় প্রযুক্তি পেশাজীবীরা ওই সামিটে উপস্থিত থাকবেন। দেশের বাইরে থেকেও হোস্টিং ইন্ডাস্ট্রির একাধিক প্রফেশনাল তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে সামিটে উপস্থিত হবেন।

সামিটে ডোমেইন ও ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক যেমন সম্ভাবনা ও সমস্যা, বাজার, পেশা ইত্যাদি নিয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়াও অনুষ্ঠানস্থলে প্রায় ৩০টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হবে, যেখানে তাদের পণ্য ও সেবা সামিটে আগতদের মধ্যে তুলে ধরে ধরবে।

সামিটের প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে দেশের প্রথম আইকান অনুমোদিত ডোমেইন রেজিস্টার rezistro.com। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি আলমাস কবির। সামিটে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার অ্যাসোসোসিয়েশনের (বিডিএইচপিএ) সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া।

Advertisement