ইনফিনিক্সের স্পিড মাস্টার নোট ১২ এখন বাজারে!
জনপ্রিয় চীনা স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স ভার্চুয়াল মাধ্যমে ব্র্যান্ডটির নোট সিরিজের সর্বশেষ ও সর্বাধুনিক স্মার্টফোন ‘নোট ১২ জি৯৬’-এর উন্মোচন করা হয়েছে।
শনিবার ডিভাইসটির বাজারে আসার এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রচার করা হয়। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন নোট সিরিজের প্রোডাক্ট অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ এবং ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা এবং ইনফিনিক্স বাংলাদেশের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. ইফতেখার উদ্দিন সানি।
‘নোট ১২ জি৯৬’কে তকমা দেওয়া হয়েছে স্পিড মাস্টার হিসেবে। কারণ, এই ডিভাইসের অত্যাধুনিক ফিচারসমূহ স্মার্টফোন ব্যবহারের শক্তিশালী অভিজ্ঞতা বহুগুণে বাড়িয়ে দেয়। এ ছাড়া ডিভাইসটি হালকা হওয়ায় ব্যবহারকারীরা স্মার্টফোন ব্যবহারের বাড়তি স্বাচ্ছন্দ্য পাবেন। বৈচিত্র্যময় ফিচারের সাশ্রয়ী মোবাইল ফোন ‘নোট ১২’তে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ ফ্ল্যাগশিপ প্রসেসর, ৬.৭” ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে এবং ১৩জিবি বর্ধিত র্যাম।
এই ডিভাইসে রয়েছে ৬.৭” ইঞ্চির এফএইচডি+ ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে, এই মূল্যে যা একেবারেই এই অভাবনীয়। ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে অধিক পরিমাণ কার্যক্ষম এবং এলসিডি ডিসপ্লের তুলনায় কম চার্জ প্রয়োজন হয়। এই ডিসপ্লের মাধ্যমে উজ্জ্বল আলোতেও স্পষ্ট কাজ করা যায়।
‘নোট ১২’ ডিভাইসে আরও রয়েছে ৩৩ওয়াট ফ্ল্যাশ চার্জিং সুবিধা-সম্পন্ন ৫০০০এমএএইচ ব্যাটারি, এতে একবার চার্জ দিয়েই নির্ভাবনায় ফোনটি সারা দিন ব্যবহার করা যাবে।
চমৎকার এই স্মার্টফোনে আরও আছে, ৫০ মেগাপিক্সেল ট্রিপল আল্ট্রা-নাইট ক্যামেরা সেট-আপ (৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + এআই লেন্স); এতে মৃদু আলোতেও নিখুঁতভাবে ছবি ক্যামেরাবন্দি করা যায়। মোবাইলটি আরও থাকছে ১০৮০ পিক্সেল এবং ৩০ এফপিএস-এ ব্লারিং ফিচারে অসাধারণ ভিডিও ধারণ করারও সুযোগ।
স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ‘ফোর্স ব্ল্যাক’, ‘স্নোফল হোয়াইট’ ও ‘জুয়েল ব্লু’ রঙে। মিলবে মাত্র ১৯ হাজার ৯৯৯ টাকায়। অনলাইন মার্কেটপ্লেস দারাজ-এ ফোনটি পাওয়া যাচ্ছে আজ থেকে।
দেশজুড়ে অফলাইন মার্কেটে স্মার্টফোনটি পাওয়া যাবে ২১ জুন থেকে। এ ছাড়া ব্র্যান্ড আউটলেট থেকেও ‘নোট ১২ জি৯৬’ ডিভাইসটি কিনে ইনফিনিক্সভক্তরা পেতে পারেন নানান উপহারসামগ্রী।