জয় দিয়ে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। সুযোগ ছিল শেষ ম্যাচটা জিতে অন্তত একটা জয় নিয়ে দেশে ফেরা। সেই কাজটা করতে পেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারিয়ে জয় নিয়ে দেশে ফিরবেন তারা।
আজ মঙ্গলার (৯ সেপ্টেম্বর) এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ভিয়েতনামের ভিয়েতত্রি স্টেডিয়ামে ৪-১ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে একবার করে জাল খুঁজে পেয়েছেন ফাহমিদুল ইসলাম, আল আমিন, মোহসিন আহমেদ ও শেখ মোরসালিন।
সিঙ্গাপুরের বিপক্ষেও শুরুর একাদশে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। কিউবা মিচেলের পরে বেঞ্চে রাখা হয়েছিল ফাহমিদুল আর আল আমিনকেও। তবে এই পরিবর্তনের কোনো সুফল পায়নি বাংলাদেশ। উল্টো সোনার হরিণ গোলবঞ্চিত ছিল প্রথমার্ধে। খেলায়ও সেই অর্থে দাপট দেখাতে পারেনি বাংলাদেশ। বিরতিতে যায় গোলশূন্য থেকে।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটি পরিবর্তন আনেন কোচ হাসান আল মামুন। মাঠে নামানো হয় ফাহমিদুল, আল আমিন আর মিঠু চৌধুরীকে। এরপরই বদলে যায় খেলার গতি। সিঙ্গাপুরকে চেপে ধরে বাংলাদেশ। গোল পেতেও খুব বেশি দেরি হয়নি।
৭০ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙ্গেন বদলি নামা ফাহমিদুল। ঠিক দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন আরেক বদলি খেলোয়াড় আল আমিন। তৃতীয় গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় আট মিনিট। ৮০ মিনিটে ব্যবধান বাড়ান মিডফিল্ডার মোহসিন। আবারও দুই মিনিট পরে সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেক ঠুকে দেন অধিনায়ক মোরসালিন।
সিঙ্গাপুর সান্তনা সূচক একমাত্র গোলটি পায় যোগ করা সময়ের প্রথম মিনিটে।