নেপাল থেকে আজ দেশে ফেরা হচ্ছে না ফুটবলারদের

নেপালের সহিংস পরিস্থিতি এখনও শান্ত হয়নি। গতকাল থেকে অনেকটা টিম হোটেলে বন্দি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত বাংলাদেশের ফিরতে একদিন এগিয়ে আনা হয়েছিল দেশে ফেরার সময়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় আজও ফেরা হচ্ছে না জামাল-তপুদের।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নেপালে বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজকের বাংলাদেশে যাত্রা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালে বাংলাদেশের দূতাবাস এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি পর্যবেক্ষণ করছে।’
ফুটবলাররা নিরাপদে আছেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। বলা হয়, ‘স্থানীয় কর্তৃপক্ষ, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে যে, বাংলাদেশ দল হোটেলে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত আছে।’
এর আগে বাফুফে সুত্রে জানা যায়, কাঠমান্ডুর স্থানীয় সময় বিকেল ৩টায় বাংলাদেশ দলের ফেরার ফ্লাইট ছিল। কিন্তু, বাইরের পরিস্থিতি শঙ্কাজনক হওয়ায় নিরাপত্তা ঝুঁকিতে বের হতে পারেনি দল। নেপাল ফুটবল ফেডারেশন ও স্থানীয় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। বাংলাদেশ দলও তাই বের হওয়ার অনুমতি পায়নি।
নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের শেষটি আজ মাঠে গড়ানোর কথা ছিল। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাতিল করা হয় ম্যাচটি। এরপরই বাংলাদেশ দল দেশে ফেরার টিকিট একদিন এগিয়ে আনে (প্রথমে ১১ সেপ্টেম্বরের টিকিট কাটা হয়েছিল)।