থুথুকাণ্ডে সুয়ারেজের শাস্তি বাড়ল, এবার এমএলএসে নিষিদ্ধ তিন ম্যাচ

লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ইন্টার মায়ামির। ম্যাচ শেষে দুই পক্ষের মাঝে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে প্রতিপক্ষের দলের এক স্টাফকে থুথু ছোড়ার ঘটনায় বিতর্কিত আলোচনায় চলে আসে লুইস সুয়ারেজ। এই ঘটনার জেরে লিগস কাপের আগামী আসরে ৬ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন তিনি। এবার তার শাস্তির মাত্রাটা আরও বেড়েছে। মেজর লিগ সকারেও (এমএলএস) তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মায়ামির এই ফরোয়ার্ড।
নিষেধাজ্ঞার কারণে এমএলএসে ইন্টার মায়ামির জার্সিতে ১৩ সেপ্টেম্বর শার্লট এফসি, ১৬ সেপ্টেম্বর সিয়াটল সাউন্ডার্স এবং ২০ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না সুয়ারেজ।
গত ৩১ আগস্ট, লিগস কাপ ফাইনালে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারায় সিয়াটল সাউন্ডার্স। ম্যাচের শেষ পর্যন্ত সাউন্ডার্সের এক স্টাফ সদস্যের দিকে থুথু ছুঁড়েন সুয়ারেজ, যা তাৎক্ষণিকভাবে ফুটেজে ধরা পড়ে।
এ ঘটনার জেরে লিগস কাপ ডিসিপ্লিনারি কমিটি আগেই আগামী আসরে সুয়ারেজকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করে। এবার এএলএস থেকেও আসলো আলাদা শাস্তি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন সুয়ারেজ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ওটা ছিল চরম হতাশার একটি মুহূর্ত। খেলা শেষ হওয়ার পর এমন কিছু ঘটনা ঘটে, যেটা কোনোভাবেই ঘটার কথা ছিল না। কিন্তু তাতে আমার প্রতিক্রিয়াও ঠিক ছিল না। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। পরিবারকে আমি ওই দৃশ্য উপহার দিতে চাইনি, যারা আমার ভুলের কারণে ভুগেছে।’
ইন্টার মায়ামিও এক বিবৃতিতে দলের আচরণের নিন্দা জানিয়েছে। এছাড়া সিয়াটল সাউন্ডার্সকেও জরিমানা করা হয়েছে। যদিও জরিমানার পরিমাণ প্রকাশ করেনি লিগ কর্তৃপক্ষ।
সিয়াটল সাউন্ডার্সের স্টাফ স্টিভেন লেনহার্টও ম্যাচ পরবর্তী ঘটনায় জড়িত থাকার দায়ে শাস্তি পেয়েছেন। ২০২৫ মৌসুমের বাকি সময় এবং পোস্ট-সিজনে তিনি শুধু সাধারণ গ্যালারিতে বসে ম্যাচ দেখতে পারবেন।
ইন্টার মায়ামির আরও দুই খেলোয়াড়, সার্জিও বুসকেটস ও তমাস আবিলেসও শাস্তি পেয়েছেন লিগস কাপে। বুসকেটসকে দুই ম্যাচ এবং আবিলেসকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের আচরণের জন্য। তবে এমএলএস থেকে শস্তির মুখে না পড়ায় লিগে তারা দুজনই ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন।
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া থেকে ৪ ম্যাচ কম খেলে ১১ পয়েন্টে পিছিয়ে হাভিয়ের মাচেরানোর দল।