লজ্জার হারের ক্ষত না শুকাতেই দুঃসংবাদ পেল দ. আফ্রিকা

প্রথম দুই ম্যাচ জিতে ২৭ বছরের অপেক্ষা ঘুচিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালের পরে প্রথমবার ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। কিন্তু শেষ ম্যাচে সেই রেকর্ডের আনন্দ যেন বিষাদে পরিণত হলো দক্ষিণ আফ্রিকার। লজ্জার বিশ্ব রেকর্ড গড়ে ৩৪২ রানে হেরে যায় তারা।
সেই হারের ক্ষত না শুকাতেই আবার নতুন করে দুঃসংবাদ শুনতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। স্লো ওভার রেটের কারণে আইসিসির কাছ থেকে শাস্তি পেয়েছে টেম্বা বাভুমার দল। ধীরগতির ম্যাচ খেলায় প্রোটিয়াদের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
গতকাল আগে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটারদের তাণ্ডবের মুখে গ্যালারি থেকে বল কুড়াতেই অনেক সময় পার করতে হয় দক্ষিণ আফ্রিকাকে। যে কারণে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ করতে পারেনি প্রোটিয়ারা। নির্দিষ্ট সময় শেষে তাদের আরও এক ওভার বাকি ছিল। যে কারণে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ খেলা শেষে তাদের স্লো ওভার রেটের শাস্তি প্রদান করেন। শাস্তি মেনে নেওয়ার কারণে আর আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো দল যদি নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা সম্পন্ন করতে না পারে, তাহলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হবে।
প্রসঙ্গত, গতকাল শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৪১৪ রানের পুঁজি দাঁড় করিয়েছিল ইংল্যান্ড। রান তাড়ায় নেমে ২০.৫ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান আর ওভারের অপ্রত্যাশিত রেকর্ড এটি।