এনসিএলকে ফিক্সিং-মুক্ত রাখার আহ্বান বুলবুলের

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি। সাম্প্রতিক দিনগুলোতে দেশের ক্রিকেটের আলোচিত বিষয় ফিক্সিং। বিপিএলের গত আসরের ফিক্সিং নিয়ে এখনো তদন্ত চলমান। গুঞ্জন আছে, বিপিএলে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজন ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে না এনসিএল টি-টোয়েন্টি। এনসিএলকে ফিক্সিং থেকে মুক্ত রাখতে সবাইকে অনুরোধ করেন বিসিবি সভাপতি বুলবুল।
বুলবুল বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এই ম্যাচগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকবেন, প্লিজ আপনারা খেলাটাকে রক্ষা করবেন (ফিক্সিং থেকে)। এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। বিভিন্ন জায়গা থেকে ফিক্সিংয়ে অফার আসে, সেই জায়গা থেকে কিভাবে আমরা খেলাটাকে ফিক্সিং-মুক্ত রাখতে পারি। এবার এটাকে এতটাই ক্লিন রাখব যে, কেউ যেন বলতে না পারে কোনো সন্দেহ আছে।’
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল বর্তমানে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। একই সময়ে ঘরোয়া ক্রিকেটে চলবে প্রতিযোগিতামুলক টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। এটাতে ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো ক্রিকেটার আছে বলে মনে করেন বিসিবি সভাপতি।
বুলবুল বলেন, ‘ভালো খবর হচ্ছে যে, আমাদের মেইন দল দুবাইতে থাকলেও এই লিগ হচ্ছে। এর মানে হলো আমাদের অনেক ভালো ক্রিকেটার আছে, যেকারণে এরকম একটা কম্পিটেটিভ টুর্নামেন্ট হচ্ছে। এটার কৃতিত্ব গেম ডেভেলেপমেন্ট কমিটির। তারা সুন্দর মাঠ করে দিচ্ছে, উইকেট আউট ফিল্ড করছে।’