নেপালকে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ

আগের ম্যাচে ভুলে ভরা ফুটবল খেলে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নেপালের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও এদিনও সুযোগ মিস করেছে অনেকগুলো। সেটা না হলে বাড়তে পারতো গোলের সংখ্যা।
আজ রোববার (২৪ আগস্ট) সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে বাংলাদেশ। ৩ ম্যাচের সবগুলোতে জিতে এক নম্বরে আছে ভারত।
ম্যাচের ৪১ মিনিটে ডেডলক ভাঙ্গেন থুইনুইয়ে মারমা। বামপ্রান্ত থেকে বক্সের মধ্যে ক্রস বাড়ান মামনি মারমা। সেটাকে ক্লিয়ার করতে পারেনি নেপালের ডিফেন্ডাররা। ফাঁকায় বল পেয় টপ কর্ণার দিয়ে বল জালে পাঠিয়ে দেন থুইনুইয়ে মারমা।
তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। নিজেদের অর্ধ থেকে বল বাড়ান বাংলাদেশি ডিফেন্ডার। সেটা ক্লিয়ার করতে বক্স থেকে বের হয়ে আসেন নেপালের গোলরক্ষক। তবে পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি তিনি। পেছন থেকে দৌড়ে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে দেন সুরভী আকন্দ প্রীতি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নির্ধারিত সময়ে গোল পায়নি বাংলাদেশ। এই অর্ধেও বেশির ভাগ সময় বল নিজেদের পায়ে রেখে আক্রমণে উঠলেও গোল পাওয়া হচ্ছিল। যোগ করা সময়ে গিয়ে ভাঙ্গে সেই খরা। ৪ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে গোল করেন বদলি নামা রিয়া।
নেপালের অর্ধে জটলার মধ্য থেকে বল পান সুরভি। প্রথম স্পর্শ জোরে হলেও দৌড়ে গিয়ে নিয়ন্ত্রণ নিয়ে বল দেন রিয়ার কাছে। ফাঁকায় থাকা এই মিডফিল্ডার বল নিয়ে বক্সে ঢুকে নেপালের গোলরক্ষক আর সঙ্গে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে বল পাঠিয়ে দেন জালে।