সাফের ক্যাম্পে ট্রায়ালে অংশ নেওয়া ১৬ ফুটবলার

সামনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ব্যস্ত সূচি। আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ। ১৫-২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবারের আসর। সেখানে অংশ নিবে বাংলাদেশ। এরপর অনূর্ধ্ব- ১৭ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচও রয়েছে।
তবে, আপাতত সাফের প্রস্তুতি নিতে বাফুফের এলিট একাডেমির হেড কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। যশোরের শামসুল হুদা একাডেমিতে শুক্রবার (২৫ জুলাই) থেকে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে।
প্রথম দিনে ক্যাম্প যোগ দিয়েছেন ৩৩ জন ফুটবলার। একজন ছুটি নিয়েছেন এইচএসসি পরীক্ষার জন্য। এছাড়াও বিকেএসপির ১৩ জন ফুটবলার আগস্ট মাসে জাপানে টুর্নামেন্ট খেলবে। তারা টুর্নামেন্ট খেলে এসে যোগ দেবে ক্যাম্পে।
গত মাসেই প্রবাসী ফুটবলারদের ট্রায়াল নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর কিছুদিন পরে আবার দেশি ফুটবলারদেরও ট্রায়ালের আয়োজন করেছিল বাফুফে। ঢাকায় তিন দিনব্যাপী চলা এই ট্রায়ালে অংশ নিয়েছিল শতাধিক ফুটবলার। সেখান থেকে ক্যাম্পে ডাক পেয়েছে ১৬ জন ফুটবলার।
কোচ ছোটন বলেন, ‘আমাদের একাডেমির নিজস্ব ফুটবলারের পাশাপাশি ট্রায়ালের ১৬ জন ফুটবলার রয়েছে।’
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক শ্রীলঙ্কার গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপের অন্য দল নেপাল। তিন দলের মধ্যে শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে।