এশিয়া কাপ নিয়ে যা বললেন এসিসি সভাপতি

এশিয়া কাপ তো বটেই শঙ্কায় পড়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভা। বাংলাদেশে সভায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। অবশেষে সেই অচলাবস্থা কাটিয়ে শেষ হয়েছে এসিসির সভা। বাংলাদেশে না এলেও অনলাইনে যোগ দিয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। এই মিটিংয়ের সঙ্গে সঙ্গে দূর হয়েছে এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশাও।
এশিয়া কাপ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও এসিসি সভাপতি মহসিন নাকভী আশাবাদী দ্রুতই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা বিসিসিআইয়ের সঙ্গে কাজ করছি। আশা করছি দ্রুতই এটার সমাধান করতে পারব।’
চলতি বছরে সামরিক যুদ্ধে জড়িয়েছিল ভারত-পাকিস্তান। এরপর থেকেই দুই দেশের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী এশিয়া কাপের ম্যাচ নিয়েও শঙ্কা রয়েছে।
এ নিয়ে নাকভী বলেন, ‘এটা আসলে পুরোপুরি এসিসি এবং বিসিসিআইয়ের বিষয়। আমি খুবই আশাবাদী বাকি ব্যাপারগুলো আমরা দ্রুতই সমাধান করব। এশিয়া কাপের ব্যাপারটাও থাকবে।’
এসিসির এবারের সভা বসেছিল ঢাকায়। অচলাবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত সভা আয়োজনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাই সভা শেষে বিসিবিকে ধন্যবাদ দিতে ভুলেননি নাকভি।
নাকভি বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের মিটিং অনেক ভালো হয়েছে। আমি সব সদস্যদেরকে ধন্যবাদ জানাতে চাই; যারা এখানে মিটিংয়ে অংশ নিয়েছেন। পাশাপাশি যারা জুমের মাধ্যমে মিটিংয়ে যোগ দিয়েছে তাদেরকেও ধন্যবাদ। আমি আমিনুল ভাইকেও ধন্যবাদ জানাতে চাই, বিসিবিকেও ধন্যবাদ আতিথেয়তার জন্য। তারা যেভাবে আমাদের দেখভাল করেছেন, আজকে দারুণ স্মরণীয় একটি দিন কেটেছে। এসিসির পক্ষ থেকে আমি বলতে চাই তারা যেভাবে সবকিছু আয়োজন করেছেন, সব দুর্দান্ত ছিল।’