হোয়াইটওয়াশে চোখ জাকেরের

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়ে এসেছিল। তবে সিরিজটি ছিল পাকিস্তানের মাটিতে। বাংলাদেশের সামনে এবার প্রতিশোধ নেওয়ার সময়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এখন তাদের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা, এমনটিই জানিয়েছেন জাকের আলী অনিক।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘অবশ্যই আমরা ৩-০ করার জন্য খেলব। আমরা আমাদের কাজটা করে যাব। ম্যাচ জিততে চাইব। শেষ ম্যাচ হালকাভাবে নেওয়ার কিছু নেই।’
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে লিটন-ইমনরা। বাংলাদেশ আগে ব্যাট করে ২০ ওভারে বাংলাদেশ অলআউট হয় ১৩৩ রানে। জবাবে ১৯.২ ওভারে ১০ উইকেটে পাকিস্তান করে ১২৫ রান।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ব্যাটিং ধসের মুখোমুখি হয় বাংলাদেশ। সেখান থেকে ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ের নায়ক জাকের আলী অনিক। ম্যাচসেরা পুরস্কারও উঠেছে তার হাতে।
এই ম্যাচে বোলাররাও দুর্দান্ত বোলিং করেছে। সংবাদ সম্মেলনে তাদের নিয়ে জাকের বলেন, ‘বোলাররা খুব ভালো করেছে, তারা তাদের পরিকল্পনা নিয়ে ছিল ক্লিয়ার মাইন্ড। কোচের সাথে ভালো কথা হচ্ছে। বাইরে থেকে করা পরিকল্পনাগুলো কাজে আসছে।’
দারুণ ব্যাটিং করে দলকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন জাকের। নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘আমি যেভাবে অনুশীলন করি সেভাবেই করেছি। ম্যাচ উইনিং নক জরুরি, আমি ম্যাচ উইনিং নকগুলাই কাউন্ট করি। ভালো খেলে যদি দল না জিতে তাহলে কাউন্ট করি না।’