পিএসএল খেলতে দেশ ছাড়লেন মিরাজ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়া মেহেদী হাসান মিরাজ দেশ ছেড়েছেন। আজ মঙ্গলবার (২০ মে) পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। ভারত-পাকিস্তান সহিংসতার কারণে মাঝপথে বন্ধ হয় পিএসএল। গত ১৭ মে ফের শুরু হয় পাকিস্তানের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। দ্বিতীয় ভাগে দল পাওয়া মিরাজ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।
প্রথম ভাগে লাহোরের জার্সিতে খেলেছিলেন রিশাদ হোসেন। রিশাদ চলে আসার পর মিরাজ ছাড়াও সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে লাহোর। পিএসএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা। গামী ২২ মে এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে দলটি।
দেশ ছাড়ার আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘কালান্দার্স পরিবারের অংশ হতে পেরে আনন্দিত। সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষা আর সইছে না।’
এর আগে গতকাল লাহোরে সুযোগ পেয়ে মিরাজ বলেছিলেন, ‘আমি নিজেকে টি-টোয়েন্টির জন্য প্রস্তুত করছি। বাংলাদেশের টি-টোয়েন্টি দলে আবার ফিরতে চাই। জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়ার এটি সুযোগ। এখানে খেলে এই ফরম্যাটে নিজের পারফরম্যান্সের উন্নতি করতে চাই।’