রোনালদো জুনিয়রের জোড়া গোলে পর্তুগালের শিরোপা উৎসব

বয়সভিত্তিক ফুটবলে নতুন এক তারকার আগমনের বার্তা দিল ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে উঠতি এই ফরোয়ার্ড দেখাল নিজের ঝলক। পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে প্রথমবার গোলের দেখা পেল জুনিয়র। ম্যাচে করল জোড়া গোল।
জুনিয়রের দুর্দান্ত নৈপুণ্যে ভ্লাৎকো মার্কোভিচ টুর্নামেন্টের ফাইনালে রোববার (১৮ মে) ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫ দলকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে পর্তুগাল।
ফাইনাল পর্তুগাল এগিয়ে যায় রোনালদো জুনিয়রের করা দুর্দান্ত এক গোলে, যা আসে তার বাম পা থেকে। ১৩ মিনিটে ডি বক্সের কোণা থেকে তার বাম পায়ের ক্ষিপ্রগতির আড়াআড়ি শট পর্তুগিজদের এগিয়ে নেন। এই গোলে প্রমাণিত হয়, বাবার মতোই দুই পায়ে সমান সাবলীল। হেডারে নিজের দ্বিতীয় গোল করে জুনিয়র৷

রোনালদো জুনিয়রের পারফরম্যান্স ম্যাচ শেষে ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই বলছেন, বাবার ছায়া স্পষ্ট ফুটে উঠছে তার খেলায়—গতি, দক্ষতা ও ফিনিশিংয়ে রয়েছে রোনালদো ঘরানার ছোঁয়া।
পর্তুগালের এই শিরোপা জয় যেমন আনন্দের, তেমনি রোনালদো জুনিয়রের আবির্ভাবও দেশটির ফুটবলের ভবিষ্যতের জন্য আশাজাগানিয়া। এখন দেখার পালা, তিনি কতটা দূর যেতে পারেন—পিতার মতোই কিংবদন্তি হয়ে উঠতে পারেন কি না।