টাইব্রেকারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

চতুর্থ শট নিতে আসলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তার বিশ্বস্ত পায়ে গোল আসবে, সেটিই ধরে নিয়েছিল সবাই। কিন্তু, নিয়তি তো সবসময় এক হয় না। বারপোস্টের ওপর দিয়ে শট মারলেন, চতুর্থ শটে এসে মিস করল বাংলাদেশ। ধারাভাষ্যকারও যেন বিশ্বাস করতে পারছিলেন না। বলে উঠলেন, ‘ক্যান ইউ বিলিভ ইট!’ পরের শটটাও মিস করল বাংলাদেশ। অন্যদিকে, দ্বিতীয় শট মিস করার পরের তিনটিতে গোল করে ম্যাচ নিজেদের করে নিল ভারত।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ রোববার (১৮ মে) ভারত অনূর্ধ্ব-১৯ দলের কাছে টাইব্রেকারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল হেরেছে ৪-৩ গোলে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।
পুরো আসরে দারুণ খেলে ফাইনালে ওঠে বাংলাদেশ ও ভারত। অরুণাচল প্রদেশেরে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ভারতীয় অধিনায়ক সিঙ্গামায়ুম শামির লং রেঞ্জের ফ্রি-কিক বুঝে উঠতে পারেননি বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেন। দর্শকরা নড়েচড়ে বসার আগেই গোল হজম করে বাংলাদেশ।
এরপর প্রথমার্ধে বাংলাদেশের রক্ষণে বেশ কয়েকবার কাঁপন ধরিয়েছে ভারতীয়রা। তবে, গোল হয়নি। শোধের চেষ্টা করে বাংলার যুবারাও পারেনি সমতা ফেরাতে। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
বিরতি থেকে ফিরে বাংলাদেশ গুছিয়ে নেয় নিজেদের। ম্যাচের ৬০ মিনিটে অধিনায়ক ফয়সালে কর্নার থেকে জটলায় বল পান জয় আহমেদ। বল জালে জড়াতে ভুল করেননি তিনি। জয়ের গোলে ম্যাচে ফেরে সমতা। পরের আধঘণ্টায় দুদলই চেষ্টা করেছে জয়সূচক গোল করতে। তবে, ব্যর্থ হন তারা। খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে বাংলাদেশ প্রথম তিন শটেই গোল করে। যেখানে ভারতের দ্বিতীয় শটটি অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন ইসমাইল। চতুর্থ ও পঞ্চম শটে ফয়সাল ও শাহেদ মিস করলে এবং ভারত পরের তিনটিতে আর খেই না হারানোয় মুঠো ফসকে গলে যায় শিরোপা। আরও একবার সাফের ফাইনালে উঠে খালি হাতে ফিরতে হলো বাংলাদেশকে। অন্যদিকে, ভারত জিতল চতুর্থ শিরোপা।