বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টাইন ভক্তরা

বিশাল কলেবরে আয়োজিত হতে চলেছে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপ। আগামী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। প্রথমবারের মতো ৩২ দল অংশ নেবে এতে। এত বড় পরিসরের আসর নিয়ে সমর্থকদের মাতামাতি থাকা স্বাভাবিক। কিন্তু, আর্জেন্টিনার একদল ভক্তের জন্য দুঃসংবাদ। তাদের নিষিদ্ধ করা হয়েছে বিশ্বকাপে।
আসন্ন ক্লাব বিশ্বকাপে প্রায় ১৫ হাজার বিক্ষুব্ধ আর্জেন্টাইন সমর্থক মাঠে প্রবেশ করতে পারবে না। বুয়েন্স আয়ার্সে যুক্তরাষ্ট্র দূতাবাসের হাতে নিষিদ্ধ এই সমর্থকদের তালিকা তুলে দিয়েছেন আর্জেন্টাইন নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ। আজ মঙ্গলবার (১৩ মে) এমন খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।
আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। আর্জেন্টিনার দুটি ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট অংশ নেবে বিশ্বকাপে। সেই ম্যাচগুলোতে আর্জেন্টিনার অন্য ভক্তরা মাঠে প্রবেশ করতে পারলেও, তালিকাভুক্ত ১৫ হাজার সমর্থকের জন্য রয়েছে নিষেধাজ্ঞা।
১৫ হাজার ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে ট্রিবিউনা সেগুরা (নিরাপদ গ্যালারি) নামক একটি প্রোগ্রামের মাধ্যমে। এটি আর্জেন্টিনার বিভিন্ন স্টেডিয়ামে নিষিদ্ধ ব্যক্তিদের শনাক্ত করে থাকে।

এসব সমর্থকের ব্যাপারে বুলরিখ বলেছেন, ‘স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে ১৫ হাজারের বেশি আর্জেন্টাইন সমর্থক রয়েছে। এটি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। কারণ, আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধে জড়িত কোনো ব্যক্তি বিশ্বকাপের মতো বড় ইভেন্টের অংশ হতে পারে না।’