মাদ্রিদের অগ্নিপরীক্ষা, শিরোপার কাছে বার্সা

মৌসুমের শেষ এল ক্ল্যাসিকো অনুষ্ঠিত হবে আজ রোববার (১১ মে)। লা লিগার শিরোপা নির্ধারণও হয়ে যেতে পারে আজ। লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে। ঘরের মাঠ স্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিতে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সা। এই ম্যাচে জিতলে পয়েন্ট টেবিলে ব্যবধান দাঁড়াবে ৭।
লিগে বর্তমানে বার্সার পয়েন্ট ৭৯, মাদ্রিদের ৭৫। বাকি আছে ৪ ম্যাচ। আজকের ক্ল্যাসিকো জিতলে কাতালানদের পয়েন্ট হবে ৮২, অন্যদিকে মাদ্রিদ জিতলে হবে ৭৮। এক পয়েন্ট পিছিয়ে থাকবে লস ব্লাংকোরা। তবু, সামান্য আশা বেঁচে থাকবে। যেখানে বার্সার জয় মানে লিগ কাতালানদের। শেষ তিন ম্যাচে ৭ পয়েন্টের ব্যবধান ঘোচানো প্রায় অসম্ভব।
চলতি মৌসুমের হিসেব ধরলে এই ম্যাচে নিরঙ্কুশ ফেভারিট বার্সেলোনা। হ্যানসি ফ্লিকের শিষ্যরা মৌসুমের তিনটি ক্ল্যাসিকোতেই হারিয়েছে মাদ্রিদকে। সাম্প্রতিক ফর্ম কিংবা লা লিগার ধারাবাহিকতায় এগিয়ে তারা। যেখানে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল এবং কোপা দেল রে’র ফাইনালে হারের ক্ষত এখনও পোড়াচ্ছে মাদ্রিদকে। তার ওপর কোপা দেল রে’তে হেরেছিল বার্সার কাছেই।
লিগে টিকে থাকার পাশাপাশি মাদ্রিদের জন্য ম্যাচটি মান বাঁচানোর। সর্বশেষ ১৯৮২-৮৩ মৌসুমে এক মৌসুমে চারটি এল ক্ল্যাসিকোতে বার্সার কাছে হেরেছিল তারা। এবার এখন পর্যন্ত হার তিনটি। আজ হারলে পড়তে হবে ৪৩ বছরের পুরোনো লজ্জায়। কার্লো আনচেলত্তির শিষ্যদেদের জন্য তাই অপেক্ষায় অগ্নিপরীক্ষা।