ব্রাজিলের সবচেয়ে দামি কোচ হচ্ছেন আনচেলত্তি?

সময়টা ভীষণ খারাপ যাচ্ছে ব্রাজিলের। ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল দলটিই অনিশ্চিত ২০২৬ বিশ্বকাপে। নড়েচড়ে বসেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়রকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। সিবিএফ খুঁজছে নতুন কোচ। যেখানে এগিয়ে আছেন কার্লো আনচেলত্তি।
আনচেলত্তিকে পেতে সব ধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছে ব্রাজিল। এবার ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে দামি কোচ হতে চলেছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে অনেক বেশি বেতনে নেওয়ার কথাবার্তা চলছে। চুক্তি হলে তিনিই হবেন দামি কোচ।
চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়বেন আনচেলত্তি, এটি প্রায় নিশ্চিত। মৌসুমটা ভালো কাটেনি মাদ্রিদেরও। হাতছাড়া হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ। লা লিগা হাতছাড়া হওয়ার পথে। বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালেও হেরেছে মাদ্রিদ। পাশাপাশি এই মৌসুমে তিনটি এল ক্ল্যাসিকোতে বার্সার কাছে হেরেছে মাদ্রিদ। ফলে, আনচেলত্তির সঙ্গে পথচলা অব্যাহত রাখবে না স্প্যানিশ ক্লাবটি।
আনচেলত্তির মতো একজন হাই প্রোফাইল কোচকে দরকার ব্রাজিলের। খারাপ সময় কাটিয়ে ২০২৬ বিশ্বকাপে চোখ ৫ বারের বিশ্ব সেরাদের। এর আগে আছে মূলপর্বে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ।