চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ?

কোয়ার্টার ফাইনালে রূপকথা লিখে রিয়াল মাদ্রিদকে বিদায় করেছে আর্সেনাল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেও পাত্তা পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। বুধবার (১৬ এপ্রিল) দিনগত রাতে আর্সেনালের সঙ্গে শেষ চার নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটি বিদায় করেছে আর্সেনালকে।
আর্সেনাল-ইন্টার সেমিতে ওঠার ফলে নিশ্চিত হয়েছে চলতি মৌসুমের শেষ চারের দলগুলো। আগের রাতে বার্সেলোনা ও পিএসজি নিশ্চিত করেছিল ইউরোপ সেরার মঞ্চের সেমিফাইনাল। চার দলের লড়াই এখন ফাইনাল নিশ্চিত করার।
এবারের আসরে সেমির জন্য আলাদা ড্র নেই। নকআউট পর্বের প্রথম ধাপ শেষ ষোলোতেই জানা গেছে কোন পথে এগোবে দলগুলো। সেই হিসেবে উড়তে থাকা আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজিকে। অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা খেলবে ইন্টার মিলানের বিপক্ষে।
আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে সেমির প্রথম লেগ। ঘরের মাঠে পিএসজিকে আতিথ্য দেবে আর্সেনাল। যেখানে এবার রিয়ালকে নিয়ে ছেলেখেলায় মেতেছিল লন্ডনের ক্লাবটি। ৩০ এপ্রিল বার্সেলোনার মাঠে খেলতে নামবে ইন্টার। ৬ মে দ্বিতীয় লেগে বার্সা খেলবে ইন্টারের মাঠে এবং ৭ মে ঘরের মাঠে পিএসজি মোকাবিলা করবে আর্সেনালকে।