বার্সা-পিএসজির সেমি না ডর্টমুন্ড-অ্যাস্টন ভিলার প্রত্যাবর্তন?

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে কাজ অনেকটা সেরে রেখেছে বার্সেলোনা। ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। ফিরতি লেগে ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত ১টায় মুখোমুখি হবে দল দুটি।
ডর্টমুন্ডের সেমিফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়েছে প্রথম পর্বেই। আজকের ম্যাচে গড়তে হবে অলৌকিক কিছু। সরাসরি সেমিতে খেলতে হলে জিততে হবে ৫ গোলের ব্যবধানে। ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে হলেও করতে হবে ৪ গোল। দুর্দান্ত ছন্দে থাকা বার্সার বিপক্ষে যা আপাতদৃষ্টিতে অসম্ভব।
অন্যদিকে, সেমিতে এক পা দিয়ে রেখেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথম লেগে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৩-১ গোলে জিতে পথ বেশ সুগম করে রেখেছে তার। অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে রাত ১টায় পিএসজির সামনে খুব একটা চ্যালেঞ্জ নেই। অ্যাস্টল ভিলাকে ঘুরে দাঁড়াতে হলে জিততে হবে ৩ গোলের ব্যবধানে। আর খেলা অতিরিক্ত সময়ে নিতে জিততে হবে ২ গোলে।
মাঠের বাইরের সমীকরণ অবশ্য বদলে যায় এক মুহূর্তে। ৯০ মিনিটে হতে পারে অনেক কিছু। দর্শকরা তাই ম্যাড়মেড়ে নয়, আশা করতেই পারে দারুণ দুটি ম্যাচের।