বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সুখবর পেল বাংলাদেশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের দুই চক্রে ভালো অবস্থানে থাকতে পারেনি বাংলাদেশ। সেই তুলনায় এবার অনেকটা স্বস্তিতে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ১-১ ব্যবধানে ড্র হওয়ায় সুখবর পেয়েছে বাংলাদেশ। এই প্রথম পয়েন্ট টেবিলের সপ্তম অবস্থানে থেকে চক্র শেষ করল ফিল সিমন্সের শিষ্যরা।
মুলতানে প্রথম টেস্টে দাপুটে জয় পেলেও দ্বিতীয় টেস্টে হোঁচট খেয়েছে পাকিস্তান। ক্যারিবীয়দের কাছে তাদের হার ১২০ রানের ব্যবধানে। দুই দলের কেউই সিরিজ না জেতায় পয়েন্ট টেবিলের পেছনে পড়ে গেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এই সুযোগে সাতে থেকে শেষ করল বাংলাদেশ। এই বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জুন শুরু হবে জমজমাট সেই লড়াই।
নিয়ম অনুযায়ী, টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে শীর্ষ সাতে থাকতে হলে পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুই দলের কারও ১২ পয়েন্টের বেশি না পাওয়া নিশ্চিত হতে হতো। মুলতানে দুই টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজ শতকরা ২৮.২১ পয়েন্ট। তারা অবস্থান করছে আটে। আর পাকিস্তানের শতকরা ২৭.৯৮ পয়েন্ট। তলানিতে থেকে এবারের চক্র শেষ করল বাবররা।
উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়ন হয় নিউ জিল্যান্ড। ২০২১ সালে সাউথ্যাম্পটনের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারায় কিউইরা। দ্বিতীয় চক্রেও শিরোপার লড়াইয়ে ছিল ভারত। কিন্তু ২০২৩ সালের ফাইনালে ফের তাদের সঙ্গী হয় হতাশা। লন্ডনের ওভালে রোহিত শার্মার দলকে ২০৯ রানে উড়িয়ে দেয় অস্ট্রেলিয়া।