বিশ্বকাপের মাঝে শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন ছন্দে আছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে জয় তুলে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে অসিরা। তবে, পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে শাস্তি পেলেন দলটির তারকা ব্যাটার ম্যাথু ওয়েড।
বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচের ১৮ তম ওভারে ইংলিশ স্পিনার আদিল রশিদের করা ডেলিভারিটি ডেড বল ভেবেছিলেন ম্যাথু ওয়েড। তবে আম্পায়ার কোনো প্রতিক্রিয়া না দেখানোয় মেজাজ হারান ওয়েড। এক পর্যায়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান এই অজি উইকেটরক্ষক ব্যাটার। এমন আচরণের কারণে আইসিসির শাস্তি পেলেন তিনি।
ম্যাচ শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শুনানির জন্য ওয়েডকে ডেকেছিলেন এবং নিজের দোষ স্বীকার করেন নেন এই বাঁহাতি ব্যাটার। আম্পায়ারদের সঙ্গে এমন তর্কের সর্বনিম্ন শাস্তি একটি ডিমেরিট পয়েন্ট এবং সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া।
গত ২৪ মাসে এটি ওয়েডের প্রথম বিধি লঙ্ঘন। পরবর্তীতে এমন আচরণ করলে নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে তাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ 'বি' তে থাকা অস্ট্রেলিয়া ২ ম্যাচের ২ টি জিতে ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ২ এ। অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে স্কটল্যান্ড। আগামী ১৬ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।