প্রস্তাব পেয়েও কেন ভারতের কোচ হতে অনাগ্রহী পন্টিং?
কদিন আগেই ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিসিআই। এরপরই গৌতম গম্ভীর থেকে শুরু করে সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের নামও উঠে আসে আলোচনায়। যদিও প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন এই অসি কিংবদন্তি। কিন্তু কেন?
সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হয়ে যাচ্ছে ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ। চুক্তি নবায়ন করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন ভারতের এই ব্যাটিং গ্রেট। তাই নতুন কোচের সন্ধানে ভারতীয় বোর্ড। আগামী সোমবার পর্যন্ত সুযোগ আছে আবেদন করার।
এবার কোচিংয়ের প্রস্তাব নিয়ে পন্টিং আইসিসিকে জানিয়েছেন, ‘আমি এই সংক্রান্ত অনেক রিপোর্ট দেখেছি। ঘটনা হচ্ছে নিজের জানার আগেই এসব বিষয় এখন সোশ্যাল মিডিয়াতে ছড়ায় বেশি। কিন্তু আইপিএলে খুব স্বল্প পরিসরে বিষয়টা নিয়ে মুখোমুখি আলোচনা হয়েছে। শুধু এটা জানার জন্য আমি আগ্রহী কিনা।’
রিকি পন্টিং আরও বলেন, ‘সিনিয়র জাতীয় দলের কোচ হতে ভালোই লাগবে আমার। তবে অন্যান্য যেসব ব্যস্ততা আমার আছে, পাশাপাশি কিছুটা সময় বাড়িতেও কাটাতে চাই। সবাই জানে যে, ভারতীয় দলের কোচ হলে আইপিএলে কোচিং করানো যায় না, এটাও তাই হিসেবের বাইরে চলে যাবে। তাছাড়া, জাতীয় দলের প্রধান কোচ মানে বছরে ১০-১১ মাসের ব্যস্ততা। যতই এটার প্রতি আগ্রহ থাকুক, আমার এখনকার লাইফস্টাইল এবং যে ব্যাপারগুলো করতে আমি উপভোগ করছি, সেসবের সঙ্গে এটা খাপ খায় না।’
আইপিএলের শেষ সাত আসর ধরে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে কাজ করছেন পন্টিং। আড়াই থেকে তিন মাসের এই কাজের বাইরে গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় তাকে ধারাভাষ্যেও দেখা যায়।