হায়দরাবাদ ম্যাচে খেলবেন মুস্তাফিজ? যা বললেন চেন্নাইয়ের কোচ
আইপিএলের শুরুটা দারুণ করলেও ছন্দ ধরে রাখতে পারেননি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। শেষ চার ম্যাচে খরুচে বোলিংয়ে তার একাদশে জায়গা পাওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আজ ফের মাঠে নামছে চেন্নাই। এই ম্যাচের একাদশে সুযোগ পাবেন কি মুস্তাফিজ?
আইপিএলে লখনৌর বিপক্ষে সবশেষ ম্যাচে জয়ের সুযোগ ছিল চেন্নাইয়ের। শেষ ওভারে লখনৌর জিততে প্রয়োজন ছিল ১৭ রান। এমন গুরুত্বপূর্ণ সময়ে মুস্তাফিজের ওপরই আস্থা রাখেন ধোনি। তবে, কে জানত সেই আস্থার প্রতিদান দেওয়া তো দূরে থাক দলকে হতাশায় ডোবাবেন মুস্তাফিজ। মাত্র তিন বলে ১৯ রান দিয়ে দলের হার নিশ্চিত করেন মুস্তাফিজ।
এর আগে মুম্বাই ও লখনৌর বিপক্ষে ম্যাচগুলোতেও খরুচে ছিলেন এই বাঁহাতি পেসার। এমনকি ম্যাচের আগেরদিন অনুশীলনেও ছিলেন না মুস্তাফিজ। যা তার একাদশে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা তৈরি করেছে। এই বিষয়ে বেশকটি বাংলাদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চেন্নাইয়ের ফিল্ডিং কোচ রাজীব কুমার নিজের ভাবনা জানান।
মুস্তাফিজ প্রসঙ্গে তিনি বলেন,‘সে খুবই ভালো করছে, দারুণ দক্ষ একজন বোলার। দেখুন অনুশীলন না করলেও তার একাদশে থাকার সম্ভাবনা নেই, সেটা কিন্তু বলা যাবে না। ম্যাচের একাদশ খেলার দিনই ঠিক করা হয়। তবে, আজ অনুশীলন না করলেও গতকাল কিন্তু সে অনুশীলনে ছিল। পিচ কেমন সেটা দেখেই আমরা একাদশ নির্বাচন করি। আমাদের স্কোয়াডের ২৫ জনকেই আমরা মূল খেলোয়াড় হিসেবে দেখি। এখানে কোনো পার্থক্য নেই।’