ধোনি চাইলে খেলতে পারেন বিশ্বকাপ
মহেন্দ্র সিং ধোনি—নামটাই যথেষ্ট তাকে বর্ণনা করার জন্য। ধোনি মাঠে থাকা মানেই অনুপ্রেরণা। তার কাছ থেকে এমনকি শেখেন প্রতিপক্ষও। প্রতিপক্ষের সমর্থকের কাছেও ধোনি প্রেরণার নাম। চলমান আইপিএলেই যেমন, ঘরের মাঠে তো আছেই, প্রতিপক্ষের মাঠে খেলতে গেলে যতক্ষণ মাঠে থাকেন তার নামে জয়োধ্বনি ওঠে। যে শহরে যান, সেটি সেজে ওঠে তার গুণকীর্তনওয়ালা ব্যানার, বিলবোর্ডে।
টেস্ট থেকে ধোনি অবসর নিয়েছেন প্রায় এক দশক আগে। রঙিন ফরম্যাটের দুই সংস্করণও ছেড়েছেন পাঁচ বছর হতে চলল। এখনও ব্যাটের সেই ধার, মস্তিষ্কে থাকা নেতৃত্ব কমেনি এতটুকু। ৪৩ বছর বয়সে এসেও আইপিএলে খেলছেন প্রতিটি ম্যাচে।
এবার ধোনিকে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক অজিত আগারকার জানালেন, ধোনি চাইলে বিশ্বকাপ খেলতে পারেন। সে যদি চায়, তাকে কেউ বাধা দেবে না। প্রয়োজনে ওয়াইল্ড কার্ড (মজাচ্ছলে বলা) দিয়ে হলেও তাকে খেলানো হবে।
আইপিএল শেষ হলেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী দেশগুলোকে তাদের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে আগামী ১ মে’র মধ্যে। আইসিসির সেই নিয়মের হিসেবে হাতে সময় নেই খুব বেশি। সেই প্রসঙ্গে কথা উঠতেই আগারকার টেনে আনেন ধোনিকে।
হিন্দুস্তান টাইমসে আজ বুধবার (২৪ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদন অনুসারে আগারকার বলেন— ‘যদি সে খেলতে চায়, তাকে বাধা দেওয়া হবে না। যদিও, সে অবসর ভাঙবে না। তবে, সে ফিরলে কেউই কিছু মনে করবে না। তাকে নিয়ে কারও সমস্যা নেই। এটি হবে ওয়াইল্ড কার্ড এন্ট্রির মতো। সে এখনও চমৎকার ব্যাটিং করছে।’