মুস্তাফিজকে নিয়ে মিলল সুখবর
আইপিএলে প্রথম তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে রীতিমত হইচই ফেলে দেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানা। তবে, জরুরি প্রয়োজনে দেশে আসায় হায়দরাবাদের বিপক্ষে চতুর্থ ম্যাচে খেলা হয়নি তার। সেই ম্যাচে বাঁহাতি এই পেসাররের অভাবটা বেশ ভালোই টের পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাই দ্রুতই তাকে ফিরে পেতে মরিয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠ এম চিদাম্বারাম স্টেডিয়ামে আগামীকাল সোমবার (৮ এপ্রিল) নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজকে। কারণ অতীত অভিজ্ঞতায় ঘরের মাঠে বেশ কার্যকরী দ্য ফিজ।
জানা গেছে, আজ রোববার (৭ এপ্রিল) চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে ফিজের। এর পরেরদিন তাকে খেলানো হবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ঘরের মাঠ বলেই ফিজের খেলার সম্ভাবনা রয়েছে।
এদিকে, আগের ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ স্টিভেন ফ্লেমিং বলেন, ‘কোনো সন্দেহ নেই মুস্তাফিজকে মিস করেছি, তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার হুট করেই বাংলাদেশে আসেন মুস্তাফিজ। মূলত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই দেশে আসেন এই পেসার। যার ফলে খেলতে পারেননি হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ।