ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট বাতিলের হুঙ্কার
জমে উঠেছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। হায়দরাবাদে ইংলিশরা জিতলেও বিশাখাপত্তম ও রাজকোট টেস্ট জিতে সিরিজে এগিয়ে স্বাগতিকরা। রাঁচিতে সিরিজ নিশ্চিতে ভারত, আর সমতায় ফিরতে মাঠে নামবে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ সেই টেস্ট বাতিলে সন্ত্রাসী হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাস করা ভারতের সরকার ঘোষিত সন্ত্রাসীর তালিকায় থাকা গুরপতবন্ত সিং।
আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) ভারতের সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত গুরপতবন্ত সিং পান্নুন টেস্টটি বাতিল করার জন্য গণ্ডগোল করতে বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে তিনি মাওবাদীদের প্রতি টেস্ট পণ্ডের আহ্বান জানান। সন্ত্রাসী হামলার হুমকির অভিযোগ এনে ঝাড়খণ্ড পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। এমন হুমকির পর চতুর্থ টেস্ট ঘিরে নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
পুলিশের পক্ষ হতে জানানো হয়েছে, ‘রাঁচিতে ম্যাচ বাতিল করতে ইংল্যান্ড ও ভারতের দলকে হুমকি দিয়েছেন গুরপতবন্ত সিং। তিনি এর পাশাপাশি সিপিআইকে (মাওবাদী) অনুরোধ করেছেন, ম্যাচ বাতিল করতে যেন বিঘ্ন ঘটানো হয়। তথ্যপ্রযুক্তি আইনের অধীন ধুরওয়া থানায় তার বিরুদ্ধে এফআইআর গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে।’
ভারতীয় বংশোদ্ভূত শিখ গুরপতবন্ত সিং পান্নুন যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক। তিনি ‘শিখস ফর জাস্টিস’ নামের এক সংগঠনের প্রতিষ্ঠাতা। যে সংগঠনটি ভারতে নিষিদ্ধ। এ সংগঠনের মাধ্যমে তিনি স্বাধীন শিখ রাষ্ট্র খালিস্তান প্রতিষ্ঠার পক্ষে বিদেশে থেকে প্রচার চালান।