নান্নু-বাশারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সাবেক নির্বাচক ফারুক
বিসিবির নির্বাচক হিসেবে কাজ করছেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। এর মধ্যে প্রধান নির্বাচকের দায়িত্বে রয়েছেন নান্নু। তাদের মেয়াদ শেষ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। এরপরে নতুন কমিটি ঘোষণা করেনি ক্রিকেট বোর্ড। এবার নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সাবেক নির্বাচক ও ক্রিকেটার ফারুক আহমেদ।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচকদের প্রসঙ্গে তিনি বলেন,‘দেখুন সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কারা খেলতে যাবে, কোনো পরিকল্পনা নেই। এমনকি স্কোয়াডে কোন ২০-২৫ জন থাকবে, তাদের কিভাবে প্রস্তুত করতে হবে, সেই বিষয়গুলোও পরিষ্কার নয়। অধিনায়ক কে হবে সেটাও অজানা। এই কারণে আমি নির্বাচক প্যানেল থেকে দূরে আছি।’
তিনি আরও যোগ করেন, ‘যখন নির্বাচকদের দায়িত্ব দেওয়া হবে, সেটা যাতে অন্তত চার বছরের জন্য দেওয়া হয়। আপনি তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এরপরই আপনি সঠিক মূল্যায়নটা করতে পারবেন। কারণ এটা আসলে কোনো স্থায়ী চাকরি নয়। যেকোনো সময় তাকে বাদ দেওয়া হতে পারে। বাস্তবে তা হয় না, কেন হয় না আমি জানি না। হয়তো নানা ধরনের পারিপাশ্বিক বিষয় এখানে কাজ করে।’
এছাড়াও ড্রেসিংরুমের পরিবেশ প্রসঙ্গে ফারুক বলেন,‘দেখুন দলের ভেতরে অনেক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হবে, সেটি বাহিরে কেন আসতে হবে। যখন বিষয়টা শেষ হবে, তার মানে ওই একটি নির্দিষ্ট বিষয়ে আমরা সবাই সম্মতি দিয়েছি। তারপরও কেন বিষয়গুলো নিয়ে এত মাতামাতি হয় আমি বুঝি না। এই ছোট ছোট বিষয়গুলো আমাদের দলের অনেক ক্ষতি করছে ‘