বাবা-মা-স্ত্রীর সামনে হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত শরিফুল

দুর্দান্ত ঢাকার হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং দেখিয়েছেন শরিফুল ইসলাম। মাঠে তিনি যখন তার হাতের কারিশমা দেখাচ্ছিলেন, তখন গ্যালারিতে বসেছিলেন তার বাবা-মা। সেই হাতের জাদু সরাসরি দেখা থেকে বাদ যাননি স্ত্রীও। উইকেট কেড়ে নেওয়ার হ্যাটট্রিকে যখন দুলে উঠেছিল দর্শকরা, তখন দুলছিলেন শরিফুলের আপনজনেরা; গৌরবে দুলেছিলেন তিনি নিজেও। যেকথা নিজ মুখে জানিয়েছেন শরিফুল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত শরিফুল বলেন, ‘প্রথমবার আমার পরিবার মাঠে এসেছে খেলা দেখতে। তাদের সামনে হ্যাটট্রিক করতে পেরে আরও বেশি ভালো লাগছে।’
নবাগত দল দুর্দান্ত ঢাকার শুরুটা হয়েছে জয় দিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের আগমনীবার্তা জানান দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পাঁচ উইকেটে হারিয়ে। এই ম্যাচে ঢাকার জয়ের অন্যতম নায়ক পেসার শরিফুল ইসলাম। ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। যা এবারের আসরের প্রথম।
চার ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট নেওয়া শরিফুলের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার। হ্যাটট্রিক করার আগে টানা দুই বলে দুই ছক্কা হজম করেন তিনি। ২০তম ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে কুমিল্লার ব্যাটার খুশদিল শাহ ছয় দুটি মারেন।
পুরস্কার বিতরণী মঞ্চে শরিফুল বলেন, ‘চেষ্টা করেছি মাথা ঠাণ্ডা রাখতে। দুটো ছয় খাওয়ার পর অধিনায়ক (মোসাদ্দেক হোসেন সৈকত) এসে বললেন, ভালো জায়গায় বল ফেলার চেষ্টা করো। পারলে স্লো ডেলিভারি দাও। সেটাই করেছি। কাজে দিয়েছে। সামনের ম্যাচগুলোতেও এই পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা থাকবে।’