ফ্রান্সকে কাঁদিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি
এ যেন ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পুনর্মঞ্চায়ন! টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ফ্রান্সের। এক বছরের ব্যবধানে আরও একটি বিশ্বকাপ ফাইনাল। এবারও টাইব্রেকারে স্বপ্নভঙ্গ ফরাসিদের। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া করল ফ্রান্স।
ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে রোমাঞ্চ ও ভরপুর নাটকীয়তায় মোড়ানো ফাইনালে ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবার ছোটদের বিশ্বকাপ জিতল জার্মানির কিশোররা। গতকাল শনিবার (২ ডিসেম্বর) নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ২-২-এ সমতায়।
দুর্দান্ত লড়াই হয়েছে অলইউরোপ ফাইনালে। ৫১ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়া ফ্রান্স ম্যাচে ফিরেছিল ৫৩ ও ৮৫ মিনিটে গোল করে। তারপর আর গোল না হওয়ায় ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই।
টাইব্রেকারে প্রথম পাঁচ শটেও ছিল ৩-৩-এ সমতা। কিন্তু ষষ্ঠ শটে ফ্রান্স গোল করতে না পারলেও নিজেদের ছয় নম্বর শটে গোল করে প্রথমবার ছোটদের বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা হয় জার্মানির কিশোররা।
ইউরোপের পঞ্চম দল হিসেবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ জিতল জার্মানির অনূর্ধ্ব-১৭ দল। গত জুনে ফ্রান্সের কিশোরদের হারিয়েই অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল জার্মানরা।