কোচ হিসেবে গাভাস্কারের পছন্দ সৌরভ

বিশ্বকাপের পর কোচ ডানকান ফ্লেচারের সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। সন্ধান চলছে নতুন কোচের। সম্ভাব্য কোচের তালিকায় নাম আছে ভারত ও ভারতের বাইরের বেশ কয়েকজনের। এ ক্ষেত্রে সুনীল গাভাস্কারের পছন্দ সৌরভ গাঙ্গুলী। ভারতের ব্যাটিং-কিংবদন্তি গাভাস্কার দেশটির পরবর্তী কোচ হিসেবে ‘দাদার’ নাম সুপারিশ করেছেন।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘ভারত আগামী ম্যাচগুলোর বেশির ভাগই খেলবে ঘরের মাটিতে। তাই এখনই তাকে (সৌরভকে) দলের কোচ করার সেরা সময়। অবশ্য গাঙ্গুলীর হাতে সময় থাকলে তাকে যেকোনো ভূমিকাতেই দলের সঙ্গে যুক্ত করা উচিত।’
এ প্রসঙ্গে সৌরভ এখনো নিজে থেকে কিছু বলেননি। তবে ‘প্রিন্স অব কলকাতা’র ওপরে আস্থার অভাব নেই গাভাস্কারের, ‘গাঙ্গুলী টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্ব নিলে দলের অন্য কোনো কোচের প্রয়োজন পড়বে না।’
‘দেশের মাটিতে বাঘ, বিদেশে বিড়াল’ এই অপবাদ ঘুচিয়ে ভারতীয় দলের ঘুরে দাঁড়ানোর শুরু সৌরভের হাত ধরে। ২০০০ সালে অধিনায়ক হওয়ার পর তিনিই বদলে দিয়েছিলেন ‘টিম ইন্ডিয়া’কে। তাঁর নেতৃত্বে ২০০৩ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল ভারত। অধিনায়ক হিসেবে দেশের বাইরে সবচেয়ে বেশি ৫৮টি ওয়ানডে জয়ের কৃতিত্বও ছিল সৌরভের। গত বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।