আফগানিস্তানকে ২৬৬ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ সময় বাইরে থাকলেও ধার হারাননি তামিম ইকবাল। কমেনি রানের ক্ষুধাও। ২০১৫ সালে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করেছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম অর্ধশতক। তামিমের সঙ্গে জ্বলে উঠেছেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানও। এই তিন জনের ব্যাটে ভর করে বাংলাদেশ পেয়েছে ২৬৫ রানের পুঁজি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও দারুণ ব্যাটিং করে দলকে ভালো অবস্থানে নিয়ে গেছেন তামিম। ৯৮ বলে ৮০ রানের ইনিংসটি খেলার পথে মেরেছেন নয়টি চার। শতকের পথেও এগিয়ে গিয়েছিলেন অনেকখানি। কিন্তু ৮০ রানেই তামিমকে থামিয়ে দিয়েছেন মিরওয়াইশ আশরাফ। তামিমের পর অর্ধশতকের দেখা পেয়েছেন মাহমুদউল্লাহও। ৭৪ বলে ৬২ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে দিয়েছিলেন বড় সংগ্রহের পথে। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব করেছেন ৪০ বলে ৪৮ রান।
শেষ ১০ ওভারে বেশ কয়েকটি উইকেট হারিয়ে স্কোরটা প্রত্যাশা অনুযায়ী বড় করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। এই সময়ের মধ্যে স্কোরবোর্ডে জমা হয়েছে ৬৯ রান। হারিয়েছে ছয়টি উইকেট। ইনিংসের শেষ বলে বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তাইজুল ইসলাম।
প্রথম ওভারে মাত্র ১ রানেই সৌম্য সরকারের উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসের সঙ্গে ৮৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা ভালোভাবেই সামলে নিয়েছিলেন তামিম। বেশ কয়েকটি জীবন পেলেও লম্বা ইনিংস খেলতে পারেননি ইমরুল। আউট হয়েছেন ৩৭ রান করে। তবে তামিম আরো ভুগিয়েছেন আফগান বোলারদের। তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে গড়েছেন ৭৯ রানের জুটি। ৩৬তম ওভারে তামিম আউট হয়ে যাওয়ার পর ৪০ রানের ঝড়ো জুটি গড়েছিলেন মাহমুদউল্লাহ ও সাকিব। ৪১তম ওভারে মোহাম্মদ নবীকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে মিরওয়াইশ আশরাফের হাতে ধরা পড়েছেন মাহমুদউল্লাহ। বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। ফিরে গেছেন ৬ ও ২ রান করে।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় ছয় মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর ঠিক আগ দিয়ে বোলিং অ্যাকশন-সংক্রান্ত নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও তাসকিনকে নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। তবে সানির নাম নেই তিন ম্যাচের এই সিরিজের জন্য ঘোষিত দলে।
তিন পেসারের দল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আছেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।