টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসী আফ্রিদি
ওয়ানডেতে সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হওয়ার হতাশাকে পেছনে ফেলে সামনের দিকে তাকাতে চান পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদি। তাঁর বিশ্বাস, দলের সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে শুক্রবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানই জিতবে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেন, ‘ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হেরে গেলেও আমরা হতোদ্যম হয়ে পড়িনি। এটাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই নিয়েছি আমরা। আমাদের ওয়ানডে দলটা নতুন, অধিনায়কও নতুন। তাই এমন ফলাফল অস্বাভাবিক নয়। অবশ্য বাংলাদেশ এই সিরিজে খুব ভালো খেলেছে। বিশ্বকাপে ভালো খেলার ধারাবাহিকতা সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও ধরে রেখেছে বাংলাদেশ।’
ওয়ানডেতে ব্যর্থতার জন্য কাউকে দোষারোপ করতে রাজি নন এই অলরাউন্ডার, ‘এই ওয়ানডে দলে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস বা ইনজামাম-উল-হকের মতো কোনো খেলোয়াড় নেই। বরং তরুণদের ছড়াছড়ি। ভালো ফল পাওয়ার জন্য এই দলকে সময় দিতে হবে।’
urgentPhoto
ওয়ানডে সিরিজে পাত্তা না পেলেও টি-টোয়েন্টিতে লড়াইয়ের প্রতিজ্ঞা আফ্রিদির কণ্ঠে, ‘ওয়ানডে আর টি-টোয়েন্টির মধ্যে অনেক পার্থক্য। আমাদের টি-টোয়েন্টি দলটা যথেষ্ট শক্তিশালী। আমি তো বলব এই মুহূর্তে ওয়ানডের চেয়ে আমাদের টি-টোয়েন্টি দল অনেক ভালো। এই ম্যাচে দারুণ লড়াই হবে বলেই আমার বিশ্বাস।’
সতীর্থদের ভালো খেলার আহ্বান জানিয়ে আফ্রিদি বলেন, ‘ম্যাচ জেতার জন্য এক বা দুজনকে যে অনেক ভালো খেলতে হবে তা কিন্তু নয়। সবাই অল্প-অল্প করে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব। দলের ১১ জনের কাছ থেকে আমার তেমনই প্রত্যাশা।’
বোলিং অ্যাকশন শুধরে ক্রিকেটে ফিরলেও প্রথম ম্যাচে ভালো করতে পারেননি সাঈদ আজমল। শেষ ওয়ানডেতে তো সুযোগই পাননি দলে। তবে আফ্রিদির বিশ্বাস, ছন্দে ফিরে এই অভিজ্ঞ স্পিনার ঠিকই জ্বলে উঠবেন, ‘নতুন অ্যাকশনে যে কারোরই ভালো করতে একটু সময় লাগে। আজমল অভিজ্ঞ ক্রিকেটার। তিনি জানেন কীভাবে নিজেকে ফিরে পেতে হবে। আমি আশাবাদী, দ্রুত স্বরূপে ফিরতে পারবেন তিনি।’