মুস্তাফিজের দুই বলেই আউট হয়েছিলেন আশরাফুল!

একসময়ের দেশসেরা ব্যাটসম্যান আশরাফুল মুখোমুখি হয়েছিলেন পেসার মুস্তাফিজের। বিশ্বসেরা ব্যাটসম্যানদের মতো তাঁকেও বেগ পেতে হয়েছে। আউট হয়ে যান মাত্র দুই বলেই!
মুস্তাফিজের বল কেমন? এক কথায় জানালেন আশরাফুল, ‘টাফ’।
নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন আশরাফুল। নিজেকে প্রমাণ করতে হবে ঘরোয়া ক্রিকেটে। এতদিন তো খেলতে পারেননি তবে কীভাবে মুস্তাফিজের বল পরখ করার সুযোগ পেলেন আশরাফুল?
সাংবাদিকদের কাছে হাসতে হাসতেই সে জবাব দিয়েছেন আশরাফুল। তিনি বলেন, ‘সাতক্ষীরায় একটি টুর্নামেন্টে মুস্তাফিজের বল খেলেছিলাম। দুই বলেই আউট হয়ে যাই।’
বিপিএলে ম্যাচ পাতানোয় জড়িয়ে আট বছরের নিষেধাজ্ঞার শাস্তি পান আশরাফুল। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তাতে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে। এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় শাস্তিটা আসলে তিন বছরের। আইসিসি ও বিসিবির শিক্ষা ও পুনর্বাসন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করলে দুই বছরের নিষেধাজ্ঞা উঠে যায়।
৬১ টেস্ট খেলে ছয়টি শতক ও আটটি অর্ধশতকসহ ২,৭৩৭ রান করেছেন আশরাফুল। ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান ৩,৪৬৮। যার মধ্যে আছে তিনটি শতক ও ২০টি অর্ধশতক।