সাহারার সঙ্গে বিসিবির চুক্তি বাতিল
ভারতীয় কোম্পানি সাহারার সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে এখন নতুন স্পন্সরের খোঁজ করছে বিসিবি।
সাহারা ইন্ডিয়া পরিবারের সহযোগী প্রতিষ্ঠান আমবে ভ্যালির সঙ্গে বিসিবি চুক্তি করেছিল ২০১২ সালের জুনে। চার বছর মেয়াদি এই চুক্তি শেষ হওয়ার কথা ২০১৬ সালের জুনে। কিন্তু এক বছর আগেই এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রধান নির্বাহী নাজিমুদ্দিন চৌধুরি ক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা সাহারার সঙ্গে চুক্তিটা আর চালাতে চাই না। এ কারণেই আমরা নতুন স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি। সাহারার সঙ্গে চুক্তি নিয়ে আমরা এই মুহূর্তে আর কিছু বলতে পারব না।’
ভারতে গত বছর থেকে আর্থিক সমস্যার মধ্যে আছে সাহারা গ্রুপ। দেশটির সুপ্রিম কোর্টের রায়ে প্রতিষ্ঠানটির প্রধান সুব্রত রায়কে কারাগারেও যেতে হয়েছে। ২০১২ সালের আগে আট বছর বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর ছিল গ্রামীণফোন।