ফর্মে ফিরতে মরিয়া সৌম্য

বেশ কিছুদিন ধরেই ফর্ম-খরায় বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার। গত দশ ম্যাচের মধ্যে একটিতে সর্বোচ্চ ৪৮ রান করেছিলেন তিনি, বাকি সবকটিতেই একরকম ব্যর্থ হয়েছেন। বিষয়টা অনুধাবন করেছেন সাতক্ষীরার এই ক্রিকেটার। এই রান-খরা কাটিয়ে দ্রুত ফর্মে ফেরার প্রত্যয় তাঁর কণ্ঠে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। বুধবার কলকাতায় ইডেন গার্ডেনসে পাকিস্তানের কাছে সেই ম্যাচে সৌম্যও সাফল্য পাননি। এই ক্ষত নিয়ে বাংলাদেশ দল এখন বেঙ্গালুরুতে।
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বাংলাদেশ দল অনুশীলন না করলেও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সৌম্য। সেখানে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক কিছুটা খারাপ সময় পার করছি আমি। তবে এই অবস্থা থেকে ফিরতে কঠোর অনুশীলন করে যাচ্ছি। কোথায় আমার ত্রুটি, সে জায়গাগুলো শোধরানোর চেষ্টা করে যাচ্ছি। আশা করছি সহসাই সাফল্য পাব।’
রান-খরা কাটাতে নিজের পুরো ভিডিওগুলো দেখে উজ্জীবিত হওয়ার চেষ্টা করছেন তিনি, ‘এর আগে যে ভালো ইনিংসগুলো খেলেছিলাম আমি, সে ভিডিওগুলো এখন দেখছি। তা দেখে হয়তো কিছুটা উজ্জীবিত হওয়া যাবে, সেই সঙ্গে নিজের ভুলত্রুটিগুলো চোখে পড়বে।’
অবশ্য সৌম্য রান-খরায় থাকলেও সুপার টেনের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ একটি ক্যাচ ধরে সবার প্রশংসা কুড়িয়েছেন। পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের সেই ক্যাচটি তিনি মিডউইকেট থেকে ধরেছিলেন। এর জন্য দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডস ও ভারতীয় স্পিনার হরভজন সিং পর্যন্ত প্রশংসা করেছেন তাঁর।