সাকিবের ভারত সফর নিয়ে ধোঁয়াশা

কয়েক দিন ধরে সাকিব আল হাসানের ইস্যুতে উত্তাল ক্রিকেটপাড়া। প্রথমত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি ছাড়া সম্প্রতি একটি টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ায় নানা প্রশ্ন তাঁকে নিয়ে। দ্বিতীয়ত, সাকিবের বিরুদ্ধে নাকি অভিযোগ আনতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সব প্রশ্ন থেকে নিজেকে আড়ালে রেখেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। আগামীকাল বুধবার ভারত সফরের জন্য ঢাকা ছাড়বে টাইগাররা। তার আগে সাকিবের এই আড়ালে থাকা নিয়ে সংশয় জেগেছে তাঁর ভারত সফর নিয়ে।
গতকাল সোমবার দিনভর মিরপুর শেরেবাংলায় কোনো উত্তর মিলল না সাকিবকে নিয়ে। বারবার অনুরোধ করার পরও সংবাদমাধ্যমের মুখোমুখি হননি বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসানও। দীর্ঘ অপেক্ষার পর বিসিবির ক্রিকেটার পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, সাকিবের ভারত সফর নিয়ে সব সিদ্ধান্ত হবে আজ মঙ্গলবার।
আকরাম খান বলেন, ‘সাকিবের ব্যাপারে মঙ্গলবার আমরা বলতে পারব। অনিশ্চয়তা বা এ রকম কিছু অফিশিয়ালি বলছি না। সে যাবে কি যাবে না, এ রকম নানা কথা শুনছি। এখন দেখা যাক কী হয়।’
এর মাঝেই বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সাকিবের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে কাজ করছে আইসিসি। অভিযোগ উঠেছে, দুই বছর আগে এক ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পান সাকিব। সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব নাকচও করে তিনি। কিন্তু এ বিষয়ে আইসিসির দুর্নীতি দমন বিভাগকে (আকসু) কিছু জানাননি সাকিব। দুই বছর বাদে সে বিষয়টি সামনে এসেছে। বিষয়টি তদন্তের জন্য সাকিবের সঙ্গে যোগাযোগও করেছে আইসিসি। সব মিলিয়ে খুব দ্রুতই তথ্য না জানানোর অপরাধে আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। সে কারণেই নাকি ভারত সফর থেকে নিজেকে সরিয়ে রেখেছেন সাকিব।
যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আইসিসি কিংবা বিসিবির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। আপাতত আকরাম খান জানিয়েছেন, কোচের কাছ থেকে কয়েক দিনের ছুটি চেয়ে নিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্য জানতে কয়েকবার চেষ্টা করেছে এনটিভি অনলাইন। কিন্তু ফোন ধরেননি সভাপতি, ফোনে পাওয়া যায়নি সাকিব আল হাসানকেও।
সাকিবের ইস্যু ছাড়াও এ সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। ইনজুরির কারণে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। সব মিলিয়ে ভারত সফরের একদিন আগেও ঠিক হয়নি চূড়ান্ত দল। সবকিছু ঠিক থাকলে আজ দুপুরেই জানা যাবে ভারত সফরের কারা যাচ্ছেন।
ভারতের বিপক্ষে আগামী ৩ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। এর পর স্বাগতিকদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।