গালি দিয়ে নিষিদ্ধ নাসির

ক্রিকেটারদের আন্দোলনের তোপে দুদিন পিছিয়েছে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলা। আজ শনিবার থেকে শুরু হয়েছে এই রাউন্ডের খেলা। তবে তৃতীয় রাউন্ডে নিজেদের অধিনায়ক নাসির হোসেনকে পাচ্ছে না রংপুর বিভিাগ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আউটের আবেদনে সাড়া না পেয়ে আম্পায়ারকে গালি দেন নাসির। যার শাস্তি হিসেবে এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে এই অলরাউন্ডারকে।
এ প্রসঙ্গে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘পরপর দুই ম্যাচে যথাযথ আচরণ না করায় শাস্তি পেয়েছেন নাসির। প্রথম ম্যাচে বোলিংয়ের সময় সিরিয়াস ছিল না। মজা করছিল। দ্বিতীয় ম্যাচে আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারকে গালি দিয়ে বসে। এ কারণে ওকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’
তৃতীয় রাউন্ডে কক্সবাজারে মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ এবং রংপুর ও রাজশাহী বিভাগ। বগুড়ায় মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রো। রাজশাহীতে লড়ছে সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগ।
চলতি লিগে প্রথমে ফিটনেস টেস্টেই টিকেননি নাসির। পরে বিপ টেস্টে পাস নম্বর যখন ১১ থেকে ১০ এ নামিয়ে আনা হয় তখন খেলার যোগ্যতা অর্জন করেন। খেলেন প্রথম দুই রাউন্ড। এক রাউন্ডে ৪ ও অপরাজিত ২৩ রান করেন। আরেক ম্যাচে করেন মাত্র ১ রান।
এই রাউন্ড থেকে ম্যাচ ফি দ্বিগুণ পাচ্ছেন ক্রিকেটাররা। তৃতীয় রাউন্ডে প্রথম স্তরের ক্রিকেটাররা পাবেন ৭০ হাজার টাকা করে। যা আগে ছিল ৩৫ হাজার টাকা। আর দ্বিতীয় স্তরের ম্যাচ ফিও হয়েছে ৫০ হাজার টাকা। যা আগে ছিল ২৫ হাজার টাকা।