জটিল চোটে ভারত সফর থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

দীর্ঘদিন ধরে জটিল এক চোটে ভুগছেন সাইফউদ্দিন। ভারত সফরে তাঁর খেলা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। তবুও তাঁকে নিয়েই দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তরুণ এই অলরাউন্ডারের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে গতকাল বৃহস্পতিবার।
ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না সাইফউদ্দিনের। এমনকি পিঠের চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তরুণ এই অলরাউন্ডার।
গতকাল এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। বিবৃতিতে বাংলাদেশ দলের ফিজিওথেরাপিস্ট জুলিয়ান ক্যালেফাতো বলেছেন, ‘টানা পিঠের ব্যথার কারণে ভারত সফরে সাইফকে বিশ্রাম দেওয়া হয়েছে। এতে সে বেশ লম্বা সময় ধরে চোট কাটিয়ে ওঠার সুযোগ পাবে। এ ছাড়া শারীরিক শক্তি বাড়ানোর সুযোগও পাবে এ সময়। চিকিৎসক দল নিয়মিত তাঁর অবস্থা পর্যবেক্ষণ করবে।’
সাইফউদ্দিনের পরিবর্তে টি-টোয়েন্টি দলে কাকে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি বিসিবি।
ভারত সফরের টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, আরাফাত সানি, সৌম্য সরকার, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও আল আমিন হোসেন।