নেইমারের শততম ম্যাচ রাঙাতে পারল না ব্রাজিল

সেনেগালের বিপক্ষে ব্রাজিলের জার্সি পরে ১০০তম ম্যাচ খেলতে নামেন নেইমার। কিন্তু বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের শততম ম্যাচ রাঙাতে পারল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে সেনেগালের সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল।
এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয়শূন্য রইল ব্রাজিল। এর আগে সেপ্টেম্বরে আগের ম্যাচটিতে পেরুর কাছে ১-০ গোলে হেরেছিল তিতের দল।
সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে দুই ফরোয়ার্ডের কল্যাণে ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ডান দিক থেকে গ্যাব্রিয়েল জেসুসের বাড়ানো বল কোনাকুনি চিপ শটে লক্ষ্যভেদ করেন লিভারপুল ফরোয়ার্ড ফিরমিনো। প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট কিকে সমতায় ফেরে সেনেগাল। এর পর কয়েক দফায় সুযোগ এলেও আর এগিয়ে যেতে পারেনি ব্রাজিল। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের।
আগামী রোববার আরেক প্রীতি ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
এই ম্যাচে ব্রাজিলের জার্সিতে অনন্য কৃতিত্ব গড়েন নেইমার। দেশের জার্সিতে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের শততম ম্যাচ ছিল এটি।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। মাঝে কেটে গেছে ৯টি বছর। এই সময়ের মাঝে ব্রাজিলের জার্সিতে ৯৯টি ম্যাচ খেলে ফেলেছেন নেইমার। গতকাল সেনেগালের বিপক্ষে নিজের শততম ম্যাচটি খেলে ফেললেন বিশ্বের অন্যতম এই ফরোয়ার্ড।
নেইমারের শততম ম্যাচ সামনে রেখে বুধবার তাঁকে একটি বিশেষ জার্সি উপহার দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে মজার বিষয় হলো, জার্সিটিতে চিরাচরিত ১০ নম্বর লেখা ছিল না, লেখা ছিল ১০০।
বিশেষ জার্সিটি নেইমারের হাতে তুলে দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা বেবেতো। ১০০তম ম্যাচের জার্সি উপহার পেয়ে বেশ আনন্দিত নেইমার। নিজের অনুভূতি নিয়ে পিএসজি ফরোয়ার্ড বলেন, ‘আমি আমার জাতীয় দল ও ক্লাব—দুই ক্ষেত্রেই অনেক খুশি। একশ ম্যাচ খেলতে পেরে আমি অনেক আনন্দিত।’