Beta

কবে বিয়ে করছেন রোনালদো?

১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

স্পোর্টস ডেস্ক

টানা পাঁচ বছর ইরিনা শায়েকের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরে অবশ্য রাশিয়ান মডেলের সেই সম্পর্ক সেই সম্পর্ক ভেঙে যায়। ২০১৬ সালে আবার প্রেমে পড়েন পর্তুগিজ উইঙ্গার। শেষ তিন বছর জর্জিনা রদ্রিগেজের সঙ্গে রয়েছেন এই জুভেন্টাস তারকা। এখন শোনা যাচ্ছে তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে রোনালদো জানিয়েছেন, দ্রুতই বিয়ে করতে যাচ্ছেন তাঁরা।

রোনালদোর চার সন্তান রয়েছে। ক্রিস্টিয়ানো জুনিয়র তাঁর প্রথম সন্তান। অবশ্য জুনিয়রের মায়ের পরিচয় এখনো প্রকাশ করেননি তিনি। আর সারোগেসির মাধ্যমে রোনালদোর দুই জমজ সন্তান এভা ও ম্যাটিওর জন্ম হয়। আর জর্জিনার গর্ভে এসেছে কন্যা সন্তান অ্যালানা।

বিয়ে প্রসঙ্গে রোনালদো বলেন, ‘জর্জিনা আমাকে অনেক সাহায্য করেছে। আমি ওকে ভালোবাসি। এটা নিশ্চিত একদিন ওকেই বিয়ে করব আমি। আমার মায়েরও স্বপ্ন তাই, তাহলে কেন নয়। ও আমার একজন ভালো বন্ধু। আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে সে। নিশ্চয়ই ওর হৃদয়ে আমি আছি।’

দুজনেই প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিলেন। সে থেকে এখনো এক সঙ্গে আছেন তারা।

Advertisement