Beta

ক্যানসার জয়ের পথে বিশ্বকাপ জয়ী মাইকেল ক্লার্ক

১০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৭

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ১৩ বছর ধরে স্কিন ক্যানসারে ভুগছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০০৬ সালে ক্যানসার ধরা পড়ার পর থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। দিনে দিনে এই মরণব্যধিটি জয়ের পথে এগোচ্ছেন ২০১৫ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ক্লার্ক। ছবিতে কপালে হাত দিয়ে ছিলেন। আর কপালের ঠিক মাঝ বরাবর দেখা যায় সেলাইয়ের দাগ। যেখান থেকে তাঁর স্কিন ক্যানসারের টিস্যুটি ছেঁটে ফেলা হয়েছে। ছবিটির ক্যাপশনে ক্লার্ক লিখেছেন,‘আবারও একটা দিন, আবারও আমার চেহারা থেকে কেটে ফেলা হলো আরেকটি স্কিন ক্যানসার।’

কর্কটক্রান্তীয় অঞ্চলের দেশ হওয়ায় অস্ট্রেলীয়দের মানুষদের ত্বকের ক্যানসার হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। সে জন্য নতুন প্রজন্মের প্রতি ক্লার্কের পরামর্শ, সবাই যেন সূর্যের ক্ষতিকর আলোকরশ্মি এড়িয়ে চলে। ছবির পোস্টে তিনি আরও যোগ করেছেন, ‘সবাইকে বলছি রোদের হাত থেকে নিজেদের ত্বককে বাঁচিয়ে রাখুন।’

২০১১ সালে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব গ্রহণ করেন মাইকেল ক্লার্ক। এরপর দেশের হয়ে ৪৩টি টেস্টে অধিনায়কত্ব করেছেন। এ ছাড়া মোট ১১৫টি টেস্ট, ২৪৫টি একদিনের ম্যাচ ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন সাবেক এই অসি তারকা। অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ সালে বিশ্বকাপ জেতার পর, সে বছর আগস্টে অবসর নেন ক্লার্ক।

Advertisement