সাকিবের জন্য ফুল নিয়ে মাঠে ঢুকে গেলেন দর্শক

আফগানিস্তানের প্রথম ইনিংসের ১০৭তম ওভারের ঘটনা। বল হাতে প্রস্তুত সাকিব আল হাসান। সেই মুহূর্তে দৃশ্যপটে ছন্দপতন। হঠাৎ করে গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। ফুল হাতে দৌড়ে যান অধিনায়ক সাকিবের দিকে। প্রথমে স্যালুট দেন, এরপর ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে ফুল বাড়িয়ে দেন বিশ্বসেরা অলরাউন্ডারের দিকে। সাকিবও গ্রহণ করেন ভক্তের উপহার।
ততক্ষণ কোনো নিরাপত্তাকর্মীকে দেখা গেল না চারপাশে। এরই মধ্যে সাকিবকে জড়িয়ে ধরতে চাইলেন সেই ভক্ত। স্বাভাবিকভাবে সাকিব সেটা এড়াতে চাইলেন। কিন্তু নাছোড়বান্দা ভক্ত সাকিবকে ঠিকই জড়িয়ে ধরেন। সে মুহূর্তে নিরাপত্তাকর্মীরা ওই দর্শককে টেনে মাঠ থেকে বের করে দেন।
এর আগে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও। ২০১৬ সালে এই আফগানিস্তানের বিপক্ষেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি থেকে দৌড়ে এসে মাশরাফিকে জড়িয়ে ধরেন এক ভক্ত। মাশরাফিও তাঁকে বুকে জড়িয়ে নেন। এমন ঘটনা ঘটে মুশফিকুর রহিমের সঙ্গেও। গত বছর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর দুদিন মুশফিককে জড়িয়ে ধরতে মাঠে দর্শক ঢুকে পড়ে।
ঘটনাগুলো বেশ আলোড়ন তৈরি করে। প্রশ্নবিদ্ধ হয় নিরাপত্তা ব্যবস্থাও। তাতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু দিন শেষে সেটার প্রতিফলন তেমন দেখা যাচ্ছে না। নিরাপত্তা এড়িয়েই মাঠে ঢুকে পড়ছেন ভক্তরা।