ইউএস ওপেনের সেমিফাইনালে নাদাল

১৯তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন রাফায়েল নাদাল। আজ বৃহস্পতিবার আর্জেন্টিনার দিয়েগো জুবার্তসমানকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করলেন তিনবারের চ্যাম্পিয়ন নাদাল। এ নিয়ে চলতি বছরের প্রতিটি গ্র্যান্ড স্লামের সেমিতে উঠলেন এই স্প্যানিশ তারকা।
জুবার্তসমানকে ৬-৪, ৭-৫, ৬-২ সেটে হারিয়েছেন নাদাল। শেষ চারের লড়াইয়ে ২৪তম বাছাইয়ে ইতালির মার্কো বেরেত্তিনির বিপক্ষে লড়বেন ১৮টি গ্র্যান্ড স্লামজয়ী তারকা। নাদাল-বেরেত্তিনি ছাড়াও শেষে চারের লড়াইয়ে উঠেছেন গ্রিগর দিমিত্রভ ও রাশিয়ার দানিল মেদভেদেভ।
নারী এককে রেকর্ড গড়ে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। শেষ আটের লড়াইয়ে চীনের ওয়াং কিয়াংকে বিধ্বস্ত করে নিজের শততম জয় নিশ্চিত করেন ৩৭ বছর বয়সী এই মার্কিন তারকা।
নারী এককে কোয়ার্টার ফাইনালে ওয়াং কিয়াংকে পাত্তাই দেননি সেরেনা। মাত্র ৪৪ মিনিটে ৬-১, ৬-০ গেমে জয় তুলে নেন ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন।
সেমিফাইনালে ইউক্রেনের এলিনা ভিতোলিনার মুখোমুখি হবেন ২৪তম গ্র্যান্ড স্লাম শিরোপার খোঁজে থাকা সেরেনা। ব্রিটেনের জোহানা কন্তাকে হারিয়ে সেমিতে উঠেছেন ভিতোলিনা।
এ ছাড়া সেমিফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ ও কানাডার টিনএজার বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো।