ফাইনালে খেলবেন সাকিব?

বাংলাদেশের ইনিংসের ৩৬তম ওভারের খেলা চলছিল তখন। জয় থেকে মাত্র ৪৬ রান দূরে বাংলাদেশ। উইকেটে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। হঠাৎ করেই হাঁটতে হাঁটতে মাঠ ছেড়ে বেরিয়ে যান সাকিব। একটু আগেই পুল করতে গিয়ে পাওয়া কোমরের ব্যথায় কাতরাচ্ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তীব্র ব্যথায় একপর্যায়ে উইকেটে শুয়ে মাঠেই চিকিৎসা নেন তিনি। এরপরই বিশ্বসেরা অলরাউন্ডারের এভাবে মাঠ থেকে বেরিয়ে আসতে দেখে উৎকণ্ঠিত হয়ে যায় টাইগার সমর্থকরা। আগামীকাল শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল, এর কিছুদিন পরেই শুরু হবে মহাগুরুত্বপূর্ণ বিশ্বকাপ ক্রিকেট। দলের সেরা এই অলরাউন্ডারের আবার কোনো ইনজুরি হয়ে গেল কি না, সেটা নিয়ে সমর্থকদের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের কপালেও চিন্তার গভীর ভাঁজ পড়ে যায়।
তবে আপাতত সুখবর পাওয়া গেছে টিম ম্যানেজমেন্টের সূত্র থেকে। সাকিবের ইনজুরি খুব গুরুতর নয়। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গেই আছেন। এই সিরিজে বাড়তি দায়িত্ব হিসেবে দলের ম্যানেজারের ভূমিকা পালন করছেন তিনি। সাকিবের ইনজুরি নিয়ে ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মিনহাজুল আবেদীন। হঠাৎ কোমরে ব্যথা পাওয়ায় এই অলরাউন্ডারকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চায়নি দল, এমনটাই জানান তিনি। প্রধান নির্বাচক বলেন, ‘আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। তাই তাকে তুলে নিয়ে আসা হয়। তবে আমরা আত্মবিশ্বাসী, সে খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।’
ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে প্রথম ম্যাচেই অপরাজিত ফিফটি করেছিলেন সাকিব আল হাসান। পরের ম্যাচেও ব্যাট হাতে শুরুটা করেন দুর্দান্ত। তবে খুব বড় করতে পারেননি ইনিংসটাকে। গতকাল আইরিশদের বিপক্ষে ম্যাচেও অর্ধশতক করার পর রিটায়ার্ড হার্ট হন। এর আগে ৯ ওভার বোলিং করার পাশাপাশি পুরো ৫০ ওভার ফিল্ডিংও করেন। তবে সাকিবের মানের একজন খেলোয়াড়ের ইনজুরি দলকে না ভাবিয়ে পারে না। তাই কিছুটা টেনশন ছুঁয়ে যায় অধিনায়ক মাশরাফিকেও। তবে গতকাল ম্যাচশেষে সাকিবের ইনজুরি নিয়ে সবাইকে নির্ভার থাকতে বলেছেন বাংলাদেশ অধিনায়ক।
আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালের আগে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সাকিব ম্যাচটা খেলতে পারবেন তো? বাঁহাতি এই অলরাউন্ডারের ইনজুরি আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে সম্ভবত ম্যাচের আগেই সুস্থ হয়ে যাবেন সাকিব। সুনির্দিষ্ট করে কিছু না বললেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘সাকিবের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে বাংলাদেশ দলের ফিজিও এখনই কিছু বলবে না। আগে ভালো করে দেখে তারপর জানানো হবে।’