রূপগঞ্জের হয়ে খেলবেন তাসকিন

বিশ্বকাপের দল ঘোষণার বেশি দিন বাকি নেই। ১৫ জনের দলের বেশির ভাগ খেলোয়াড়ই নিশ্চিত। দলে কয়জন পেসার খেলানো হবে তা নিয়েই চলছে আলোচনা। অবশ্য মাস দুয়েক আগেও পেসার তাসকিন আহমেদের বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু বিপিএলে চোটে আক্রান্ত হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। আসন্ন বিশ্বকাপের দলে তিনি সুযোগ পাবেন কি না, তা অনিশ্চিত হয়ে পড়ে। তার পরও বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন এই তরুণ পেসার।
সামর্থ্যের প্রমাণ দিতে আগামীকাল বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে নামবেন তাসকিন। খেলবেন চলমান আসরে দারুণ ছন্দে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। এবারের লিগে দারুণ কাটছে রূপগঞ্জের। টেবিলের শীর্ষে থেকে নিশ্চিত করেছে সুপার লিগের টিকিট। সুপার লিগের আগে শেষ মুহূর্তে আজ মঙ্গলবার তাসকিনকে দলে নেয় টেবিল টপাররা। এমন দলের হয়ে মাঠে ফিরতে পেরে খুশি তাসকিন নিজেও। তাঁর কথায়, ‘রূপগঞ্জ ভালো ফর্মে আছে। আমি খুশি তারা আমাকে ভালো সাপোর্ট দিয়েছে। কাল থেকে খেলার সুযোগ করে দেয়। আমি মাত্রই ইনজুরি থেকে সেরে উঠেছি। আশা করছি দলটির সাফল্যে কিছুটা অবদান রাখতে পারব।’
হাতে সময় খুব কম। সুপার লিগের আগে রূপগঞ্জের শেষ ম্যাচটি খেলবেন তাসকিন। বিশ্বকাপের দল ঘোষণার আগে হয়তো আরো দু-একটি ম্যাচ খেলার সুযোগ থাকতে পারে। এরই মধ্যে নিজেকে প্রমাণ করা যে কতটা চাপ সেটা অকপটে স্বীকার করলেন এই পেসার। তিনি বলেন, ‘চাপ তো সবসময় থাকে। ভালো না করলে দলে সুযোগ পাব না। ফিট না থাকলে সুযোগ পাব না। তবে বেশি চাপের কারণ বিশ্বকাপে খেলা আমার স্বপ্ন। এখানে ফিট না হলে সুযোগ পাব না।’
অবশ্য চাপের মধ্যে সুযোগটা কাজে লাগাতে মরিয়া তাসকিন, ‘গত কয়েক দিন ধরে প্রিমিয়ার লিগ নিয়েই ভেবেছি, অপেক্ষা করেছি কখন মাঠে নামব। এর জন্যই এত কষ্ট করছি। আমি খেলার অনুমতি পেয়েছি, এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। কাল (বুধবার) থেকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমি সুস্থ থাকি এবং ভালো খেলতে পারি।’