তবে কি বিশ্বকাপ দলে থাকছেন না স্মিথ-ওয়ার্নার?

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ক্রিকেট। আর মাত্র ৬৩ দিন পরে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর। এই কিছুদিন আগেও আসরের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ওয়ানডেতে নিজেদের হারিয়ে খুঁজছিল। গত দুই বছর ওয়ানডে ক্রিকেটে দুর্বিষহ অভিজ্ঞতা হয়েছে অসিদের। কিন্তু বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ফর্ম ফিরে পেয়েছে অ্যারন ফিঞ্চের দল। দুর্দান্ত পারফর্ম করে টানা দুই অ্যাও্য়ে সিরিজে জয় পেয়েছে শক্তিশালী ভারত ও পাকিস্তানকে পরাজিত করে। আর এ কারণেই কপাল পুড়তে পারে সদ্য এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের।
দুবাইতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের টানা চার ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পথে রয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচটা জেতার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সেখানে ফিঞ্চকে প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়ার সম্ভাব্য বিশ্বকাপ দল সম্পর্কে। বিশ্বকাপ দলে স্মিথ– ওয়ার্নারের সুযোগ থাকবে কিনা সেটা নিয়েও কথা বলেন অসি অধিনায়ক।
অসিদের ১৫ জনের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে দুজনের থাকার সুযোগ কম জানিয়ে ফিঞ্চ বলেন, ‘সত্যি বলতে, আমাদের দলটা এখন দারুণ খেলছে। স্কোয়াডে নতুন করে কারো সুযোগ পাওয়া এখন খুবই কঠিন হবে, সেটা যে কেউ হোক না কেন। আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়া খুব জটিল হয়ে গেছে। ১৫ সদস্যের এই দলটার ভারসাম্য ঠিক রাখা প্রয়োজন। নতুন কেউ দলে ঢুকলে এখান থেকেই কাউকে বাদ পড়তে হবে।’
অস্ট্রেলিয়ার হয়ে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজাদের মতো ক্রিকেটাররা। আর এই কারণে বিশ্বকাপের স্কোয়াডে স্মিথ ও ওয়ার্নারের সুযোগ পাওয়া খুব কঠিন হবে বলে ধারনা ফিঞ্চের।