মায়ের জন্য রান্না করলেন শচীন

ক্রিকেট মাঠে সম্ভাব্য সবরকম সাফল্য পেয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার। প্রতিপক্ষের ভয়ংকর সব বোলারের বিপক্ষে তাঁর একেকটি শট ছিল যেন দক্ষ কোনো শিল্পীর তুলির আঁচড়। ক্রিকেট মাঠ ছেড়ে দেওয়ার পর আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং পরামর্শক, বিভিন্ন সামাজিক কার্যক্রম ও ধারাভাষ্যে দেখা গেছে শচীনকে। কিন্তু কখনো রান্না করে আলোচনায় আসবেন তিনি, এটা ভক্তদের কেউ কল্পনাও করেনি। কিন্তু বিশ্ব নারী দিবসে মায়ের জন্য রান্না করে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন এই ব্যাটিং জিনিয়াস।
খেলোয়াড়ি জীবনে টেন্ডুলকারের সাফল্যের পেছনে তাঁর পরিবারের নারীদের অবদান কম নয়। নারী দিবসের মতো একটি উপলক্ষ পেয়ে টেন্ডুলকার তাই মা, স্ত্রী ও মেয়ের অবদানের কথা স্মরণ করলেন কৃতজ্ঞতার সাথে। শুধু তাই নয়, বছরের এই দিনটায় নিজের সাফল্যের প্রেরণাদায়ী এই নারীদের জন্য বিশেষ কিছু একটা করতে চাইলেন শচীন। সে জন্যই তাঁর এই হঠাৎ রন্ধনশিল্পী হয়ে উঠা।
রান্না শেষ করেই সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন শচীন। ছোটবেলা থেকেই মায়ের হাতের বেগুন ভর্তা খেতে খুব ভালোবাসতেন টেন্ডুলকার। বিশেষ এই দিনে মায়ের জন্য তাই বেগুন ভর্তাই তৈরি করলেন তিনি। কন্যা সারা না থাকলেও রান্না করে মা ও স্ত্রী অঞ্জলিকে খাইয়েছেন শচীন।
নিজ হাতে প্রস্তুত করা সেই বেগুন ভর্তা মায়ের হাতে তুলে দিয়ে টেন্ডুলকার জিজ্ঞেস করেন, ‘আমি বেগুনের ভর্তা বানিয়েছি, খেয়ে দেখ তোমার ভালো লাগে কি না! আমার জন্য ছোটবেলায় বানাতে তুমি! খেয়ে দেখে তো, মশলা ঠিকঠাক হয়েছে কি না?’ ছেলের হাতের রান্না খেয়ে আপ্লুত হয়েছেন শচীনের মা। আপ্লুত মা বলে ওঠেন, ‘বাহ্, দারুণ হয়েছে। মশলা মোটেই বেশি হয়নি, একদম ঠিকঠাক হয়েছে।’