ফাইনালে না ওঠার হতাশা মুশফিকের কণ্ঠে

ঢাকা ডায়নামাইটসের কাছে এলিমিনেটর ম্যাচে হেরে এবারের মতো বিপিএল যাত্রা সমাপ্ত হলো চিটাগং ভাইকিংসের। ভাইকিংসদের এবারের দলটা নিয়ে টুর্নামেন্টের শুরুতে খুব বড় কিছুর প্রত্যাশা ছিল না কারোই। কিন্তু প্রথম পর্বে তারা একেবারে চমকে দেয় সবাইকে। দারুণ কম্বিনেশন ও টিম স্পিরিটে টানা ম্যাচ জিতে সবার ওপরে থেকে ঢাকা পর্ব শেষ করলেও চট্টগ্রামে গিয়ে খেই হারায় দলটি। শেষ পর্যন্ত একটি ম্যাচ জিততে পারায় এলিমিনেটর পর্ব নিশ্চিত হয় তাদের।
কিন্তু লিগ পর্বে দুবারের দেখায় ঢাকাকে হারানো চিটাগং তাদের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন দলটির অধিনায়ক মুশফিকুর রহিম। গতকালের ম্যাচ শুরুর আগে বেশ আত্মবিশ্বাসী ছিলেন ভাইকিংস অধিনায়ক। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে যায় দলটির। ম্যাচশেষে হতাশা প্রকাশ করে মুশফিক বলেছেন, ‘আমরা ব্যাট হাতে ব্যর্থ হয়েছি। ঢাকার উইকেটে ১৪০ খুব একটা খারাপ স্কোর নয়। এই কন্ডিশনে আমাদের টিম কম্বিনেশনটাও বেশ ভারসাম্যপূর্ণ ছিল। কিন্তু ওদের আটকাতেও পারলাম না। আমরা ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থতার পরিচয় দিয়েছি।’
ব্যর্থতার মিছিলে মুশফিক নিজেও ছিলেন। আউট হয়েছেন মাত্র ৮ রান করে। কিন্তু ১৩ ম্যাচে ৪২৬ রান করে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান তাঁরই। তবে শেষ সময়ে দলের ব্যর্থতাটাই বেশি পোড়াচ্ছে মুশফিককে। ব্যক্তিগত অর্জনে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ না করে ডানহাতি এই ব্যাটসম্যান বলেছেন, ‘নিজের পারফরম্যান্স নিয়ে নিজে কিছু বলতে চাই না। এবারের টুর্নামেন্টে অনেক কঠিন পরিস্থিতির ম্যাচে ভালো করেছি ব্যাট হাতে। দলের হয়ে অবদান রাখতে পেরেছি, এটাই আনন্দের। তবে খুব বেশি উচ্ছ্বাসে ভেসে যেতে চাই না। নিজের কাছেই চ্যালেঞ্জ ছিল ভালো খেলার। সেটা করতে পারায় কিছুটা আনন্দিত বোধ করছি, ব্যস।’